গোলের পর সেলিব্রেশনে মজে রয়েছেন জেসন কামিন্স। ছবি: X হ্যান্ডেল
মোহনবাগান: ২ (‘১২ অনিরুদ্ধ থাপা, ‘৪৭ জেসন কামিন্স)
হায়দরাবাদ এফসি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইএসএলে (ISL 10) চার ম্যাচে জয় নেই। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal)বিরুদ্ধে মেগা ডার্বি ঢলে পড়েছিল ড্রয়ের কোলে। সুপার কাপ থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। এরকম অবস্থায় শনিবার, ১০ ফেব্রুয়ারি ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে বিদেশিহীন হায়দরাবাদ। আইএসএলে লিগ টেবলের একেবারে তলায় রয়েছে নিজামের শহরের দল। সেই দলের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) ছেলেরা। সবুজ-মেরুনের দুই গোলদাতা অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa) ও জেসন কামিন্স (Jason Cummings)।
১২ মিনিটের মাথায় অনিরুদ্ধর গোলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। কর্ণার থেকে ভাসানো বল হায়দরাবাদের একেবারে গোলমুখে পেয়ে যান অনিরুদ্ধ। বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। ১৩ মিনিটের মাথায় ফের হায়দরাবাদের জালে বল জড়ানোর সুযোগ তৈরি করে মোহনবাগান। তবে সেবার কামিন্সের শটে বল মাঠের বাইরে চলে যায়।
এর পর ২৩ মিনিটের মাথায় আরও একবার গোলের সুযোগ পায় মোহনবাগান। মনবীর সিংয়ের বাড়িয়ে দেওয়া বল ধরে শট নেওয়ার চেষ্টা করেন কামিন্স। সেবারও গোল করতে ব্যর্থ হন। তবে গোল না করতে পারলেও, সবুজ-মেরুনের আক্রমণে খামতি ছিল না। গোলের খোঁজে বারবার বিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা করছিলেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার।
এদিকে ৩২ মিনিটের মাথায় আমনদীপকে তুলে নিয়ে কিয়ান নাসিরিকে মাঠে নামান হাবাস। ৩৪ মিনিটের মাথায় কামিন্সের দিকে আরও একটি বল বাড়িয়ে দেন মনদীপ। তবে সেবারও ব্যর্থ হন কামিন্স। ৩৫ মিনিটের মাথায় পরপর ২টি কর্নার পেয়েও গোল করতে পারেনি মোহনবাগান।
তবে প্রথমার্ধের একেবারে শেষ দিকে ফের গোলের মুখ খুলে দেন কামিন্স। অতিরিক্ত সময় মনবীরের সাজিয়ে দেওয়া বলে পা ছুইয়ে গোল করেন কামিন্স। একাধিক সুযোগ হেলায় হারালেও, অবশেষে গোল করতে সক্ষম হন কামিন্স।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও আগ্রাসী ছকে এগোতে চাইছিলেন হাবাস। আর তাই ৬১ মিনিটে সদ্য চোট সারানো সাহাল আব্দুল সামাদের জায়গায় মাঠে নামলেন জনি কাউকো। কাউকো নামতেই গ্যালারিতে চিৎকার শুরু হয়ে যায়। মাঠে নামতেই কাউকো গোলের জন্য ঝাঁপিয়ে পড়েন। ৬৫ মিনিটের মাথায় মনবীর বল বাড়িয়ে দেন তাঁর দিকে। বক্সের বাইরে থেকে জোরালো শট নেওয়ার চেষ্টা করেন কাউকো। যদিও বল মাঠের বাইরে চলে যায়।
আইএসএলের পয়েন্ট তালিকায় হায়দরাবাদ সবার শেষে। মোহনবাগান সেখানে এই ম্যাচের আগে ছিল পাঁচ নম্বরে। ধারে ও ভারে সবুজ-মেরুন অনেক এগিয়ে। সেটা ৯০ মিনিটের যুদ্ধে দেখা গেল। এবং জিতে লিগ তালিকার চারে উঠে এল সবুজ-মেরুন। ১৪ ফেব্রুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে গতবারের আইএসএল জয়ী দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.