Advertisement
Advertisement
ISL 10

দিল্লিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, কিন্তু কেন?

৬ এপ্রিল মোহনবাগানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। ১০ তারিখ লাল-হলুদের সামনে পাঞ্জাব।

ISL 10 : Mohun Bagan and East Bengal match against Punjab FC in Delhi will be played behind closed door

মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 4, 2024 3:43 pm
  • Updated:April 4, 2024 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে (ISL) কেরলকে হারিয়ে হঠাৎই প্লে-অফের আশা ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। অন্যদিকে চেন্নাইয়িন এফসি-র কাছে যুবভারতীতে হারের পর নতুন উদ্যমে লিগ-শিল্ড জয়ের লড়াইয়ের নামছে। ৬ তারিখ রাজধানীতে মোহনবাগানের (Mohun Bagan) প্রতিপক্ষ পাঞ্জাব এফসি (Punjab FC)। তার চার দিন বাদে অর্থাৎ ১০ এপ্রিল  লাল-হলুদের সামনে পাঞ্জাব। এই দুই ম্যাচের আগে হঠাৎই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যথেষ্ট পরিমাণে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় দিল্লির প্রশাসন ম্যাচ দুটি আয়োজনের অনুমতি দিতে আগ্রহী ছিল না। শেষ পর্যন্ত ম্যাচের অনুমতি দিলেও তা দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে বলে খবর।

আইএসএলে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ ৬ এপ্রিল। লিগের বর্তমান পরিস্থিতিতে লিগ শিল্ড জিততে হলে ওই ম্যাচ জিততেই হবে মোহনগানকে। প্রথম ছয়ে থেকে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে মরিয়া পাঞ্জাবও। কিন্তু দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ক্লোজড ডোর। ফায়ার সেফটি ইস্যুতে দিল্লি প্রশাসন ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে করাতে চাইছিল। এই নিয়ে সংগঠকদের সঙ্গে জট ছাড়ানোর চেষ্টা চললেও শেষ পর্যন্ত ক্লোজড ডোরই হবে ম্যাচটি। ১০ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচটিও দর্শকশূন্য ভাবেই হবে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা লিগে চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক, নিয়ম আনল IFA]

এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ১৯ ম্যাচে তাঁদের পয়েন্ট ৩৯। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের ২০ ম্যাচে পয়েন্ট ৪৪। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে জিততেই হবে সবুজ-মেরুনকে। অন্যদিকে সপ্তম স্থানে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০ ম্যাচে ২১। এখনও প্লে-অফের আশা আছে তাদের। লাল-হলুদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ১০ তারিখের ম্যাচ। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়াম কি কলকাতার দুই ক্লাবের ফুটবলারদের তাতাতে পারবে? কারণ দর্শকরাই তো দ্বাদশ ব্যক্তি হিসেবে কাজ করেন। তাঁদের উৎসাহ, চিৎকার মাঠের ভিতরে থাকা ফুটবলারদের বাড়তি অ্যাড্রিনালিন ঝরায়। 

[আরও পড়ুন: দিল্লির বিরুদ্ধে একাধিক রেকর্ড কেকেআরের, রাসেল-নারিনদের সঙ্গে নজর কাড়লেন তরুণ নাইটও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement