গোলের পর নন্দ কুমারকে নিয়ে সেলিব্রেশনে মজে লাল-হলুদ দল। ছবি: টুইটার
স্টাফ রিপোর্টার: চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার পথে বিমান বিভ্রাটে ভুগতে হল ইস্টবেঙ্গলকে। শুক্রবার দুপুরে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার কথা ছিল লাল-হলুদের। তবে সেই বিমান বাতিল হয়ে যাওয়ায় সমস্যার পড়ে দল। শেষপর্যন্ত ভাগে ভাগে বিভিন্ন বিমানে চেন্নাইয়ে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, ফুটবলারদের অনেকেই অন্য শহর ঘুরে রাতের দিকে চেন্নাই পৌঁছন।
এমনিতেই আইএসএলে (ISL) বিশেষ সুবিধাজনক অবস্থায় নেই ইস্টবেঙ্গল। চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে রয়েছেন কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ছাত্ররা। তবে শনিবার চেন্নাইয়িনকে হারাতে পারলে এক ধাক্কায় কয়েকধাপ উঠে আসার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। কুয়াদ্রাত ভালোমতোই জানেন সেটা। শহর ছাড়ার আগে বলে গেলেন, “আমাদের ৪ পয়েন্ট, চেন্নাইয়িনের ৬। ওরা ভালো দল। কঠিন প্রতিপক্ষ। তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে না জেতার কোনও কারণ নেই।” কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) পাশাপাশি একটি প্র্যাকটিস ম্যাচেও পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ক্লেটন সিলভা।
তিনি নিজে অবশ্য বলছেন, “আমার কাজ গোল করা। আমি সফল হলে দলের সাফল্য পাওয়ার সম্ভবনা বেড়ে যায়।” দলের গোলমেশিনের হঠাৎ গোল খরা নিয়ে অবশ্য বিশেষ ভাবছেন না কুয়াদ্রাত। শুক্রবার সকালে যুবভারতীতে অনুশীলন করে ইস্টবেঙ্গল। সেখানে মূলত পাঁচ ডিফেন্ডারের নতুন ছক নিয়েই কাজ করতে দেখা গিয়েছে কুয়াদ্রাতকে। এদিনও অবশ্য পুরোদমে অনুশীলন করেননি বোরহা হেরেরা, সুহের ভিপিরা। যা পরিস্থিতি, মেরিনা এরিনায় চেন্নাইয়িনের বিরুদ্ধে তাঁদের ছাড়াই নামতে হবে ইস্টবেঙ্গলকে।
লিগে শেষ তিন ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। চেন্নাইয়িনের (Chennaiyin FC) অবস্থাও বিশেষ ভালো নয়। হারের হ্যাটট্রিকের পর জোড়া জয়ে সমর্থকদের আশার আলো দেখিয়েছিল তারা। তবে শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে হেরে কিছুটা ব্যাকফুটে তারাও। এরমধ্যেই আকাশ সাঙ্গোয়ান-সহ কয়েকজন ফুটবলারের চোট চাপ বেড়েছে কোচ ওয়েন কয়েলের। তবে কুয়াদ্রাতের মতো তিনিও আন্তর্জাতিক বিরতিতে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার উপর জোর দিচ্ছেন। বিকেলের দিকে চেন্নাইয়ের তাপমাত্রা ও আর্দ্রতা যথেষ্টই বেশি থাকে। ফলে জর্ডন মারে, রহিম আলির পাশাপাশি আবহাওয়ার সঙ্গেও লড়তে হবে ইস্টবেঙ্গলকে। কুয়াদ্রাত অবশ্য বলছেন, পেশাদার ফুটবলার হিসাবে যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তৈরি তাঁর ছাত্ররা।
আজ আইএসএলে
চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল
বিকাল ৫.৩০, চেন্নাই, স্টার স্পোর্টস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.