অনুশীলনে ইস্টবেঙ্গল। ছবি সোশাল মিডিয়া।
স্টাফ রিপোর্টার: এখনও লিগ টেবিলের এগারোতম স্থানে। তবে অঙ্কের দিক থেকে এখনই বলা যাবে না, এই মরশুমে আইএসএলের প্লে-অফ খেলার সুযোগ হারিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। অঙ্কের দিক থেকে লিগ টেবিলের প্রথম ছ’য়ে থাকার সুযোগ থাকলেও অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকও বুক বাজিয়ে বলতে পারছেন না, ইস্টবেঙ্গল এই মরশুমে শেষ ছ’য়ে যাবেই। এর পিছনে একটাই কারণ, ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ফর্ম। শেষ তিনটে ম্যাচে হেরে হারের হ্যাটট্রিক করে বসে আছে। তবুও অঙ্কের দিক থেকে যেহেতু এখনও সুযোগ আছে, তাই কেরালা ম্যাচের আগে কিছুতেই হেলাফেলা করা যাবে না ইস্টবেঙ্গলকে। হাজার হলেও ঐতিহ্য রয়েছে, যেকোনও দিন, যেকোনও সময় জ্বলে উঠতে পারে।
সব কিছুই ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে লাল-হলুদের সবচেয়ে বড় সমস্যা হল, কার্ড সমস্যায় কেরালা ম্যাচে ডাগ আউটেই থাকতে পারবেন না কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। আর এই মরশুমে কুয়াদ্রাতের বারবার কার্ড দেখার একটাই কারণ, রেফারির প্রতি অযাচিত মন্তব্য করা। এরকম কঠিন একটি ম্যাচে ইস্টবেঙ্গল খেলতে নামছে দলের চিফ কোচ ছাড়াই। ম্যাচটা কঠিন, কারণ কেরালা এই মুহূর্তে রয়েছে লিগ টেবিলের পঞ্চম স্থানে। চিফ কোচ কুয়াদ্রাত না থাকায় বুধবার লাল-হলুদের কোচের চেয়ারে বসবেন সহকারী বিনো জর্জ (Bino George)। হয়তো এই তথ্যটাই বুধবার ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর। কারণ, প্রতিপক্ষ দলের নাম যে কেরালা। যাদের হাতের তালুর মতো চেনেন বিনো জর্জ।
এদিন সাংবাদিক সম্মেলনে বসে বলেনও সেই কথা, ‘গত তিনটে ম্যাচে কেরালা দলকে ভালোভাবে ফলো করেছি। আশা করছি, এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাব।’ একে চিফ কোচ নেই। তার উপর দলের অন্যতম ভরসা ফুটবলার নন্দ কুমারও (Nandha Kumar) নেই চোটের জন্য। সম্ভবত এই মরশুমেই নেই নন্দ কুমার। ক্রেসপো দলের সঙ্গে হয়তো কেরালা গিয়েছেন। কিন্তু চোটের জন্য খেলার অবস্থায় নেই বললেই চলে। তাহলে কোন দল খেলবে ইস্টবেঙ্গলের? বিনো জর্জ বললেন, ‘‘সিনিয়র ফুটবলার পাওয়া না গেলে জুনিয়র ফুটবলার খেলবে। ডেভলপমেন্ট দল থেকে ফুটবলার খেলানো হবে। আর আমাদের কোচ কুয়াদ্রাত জুনিয়র ফুটবলারদে উপরেও খুবই ভরসা করেন। আগেই বলেছি, কেরালার দুর্বলতা আমরা জানি। আশা করছি, তিন পয়েন্ট নিয়েই ফিরব।’’
আজ আইএসএলে
কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল
কোচি, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.