Advertisement
Advertisement

Breaking News

ISL 10

হাবাসের সবুজ-মেরুনের বিরুদ্ধে নামার আগে কী ভাবছেন জোড়া ডার্বি জয়ী কোচ কুয়াদ্রাত?

আরও একবার ডার্বি জিততে পারবেন কার্লেস কুয়াদ্রাত?

ISL 10: East Bengal head coach Carles Cusdrat opens up clash before arch rivals Mohun Bagan in the mega derby

ডার্বি যুদ্ধের আগে সাংবাদিক বৈঠকে কার্লেস কুয়াদ্রাত। ছবি: ইস্টবেঙ্গল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 9, 2024 7:49 pm
  • Updated:March 9, 2024 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। চলতি আইএসএলের (ISL 2023-24) ফিরতি ডার্বি যুদ্ধে (Kolkata Derby) মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেগা ডার্বি যুদ্ধে নামার আগে কি কিছুটা ব্যাকফুটে রয়েছেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)? চলতি মরসুমে ৪টি ডার্বির মধ্যে দুটো জিতেছেন কুয়াদ্রাত। একটি করে হার ও ড্র। তারপরও কেন ব্যাকফুটে থাকবেন লাল-হলুদের স্প্যানিশ কোচ?

আসলে গত ডার্বি এবং রবিবার চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের অবস্থার অনেক বদল এসেছে। জটিল অঙ্কে এখনও প্লে-অফের রাস্তা খোলা রয়েছে ইস্টবেঙ্গলের। আর তাই ডার্বি জিততেই হবে। অন্যদিকে আবার সবুজ-মেরুনের লক্ষ্য হল শীর্ষে যাওয়া। টানা তিন ম্যাচে হারা মোহনবাগানের আত্মবিশ্বাসও তখন তলানিতে ছিল। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ইস্টবেঙ্গল প্রথম ছয়ে শেষ করার মরিয়া চেষ্টা করছে। ও দিকে, হাবাসের মোহনবাগান একটানা জিতে লিগ-শিল্ড জয়ের স্বপ্ন দেখছে।

Advertisement

[আরও পড়ুন: কোন তিন লক্ষ্য নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে মোহনবাগান? অকপটে জানালেন হাবাস]

সাংবাদিক বৈঠকে এসে কুয়াদ্রাত বলছিলেন, “সত্যি কথাটা সত্যি করেই স্বীকার করে নেওয়া উচিত। মোহনবাগান আমাদের থেকে অনেক এগিয়ে। তবুও আমি দলের খেলোয়াড়দের বিশ্বাস করি। জানি ওরা প্রতিটা ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছে। আশাকরি ডার্বিতেও সেই লড়াকু পারফরম্যান্স বজায় থাকবে।” এখানেই থেমে না থেকে কুয়াদ্রাত যোগ করেন, “এই মরসুমে মোহনবাগানের বিরুদ্ধে যা যা পরিকল্পনা করেছি সবই কাজে লেগেছে। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আমরা অনেক ভালো খেলেছি। এখনও পর্যন্ত এই মরসুমে বড় ম্যাচে আমরা এগিয়ে। তবু রবিবারের ম্যাচে আমরা লড়াই চালিয়ে যাব।”

ডার্বি জিতে তিন পয়েন্ট নেওয়া এবং শীর্ষে ছয়ে ঢোকাই লক্ষ্য থাকবে। তবে সেটা করতে গিয়ে বাড়তি চাপ ফুটবলারদের উপর দিতে রাজি নন কুয়াদ্রাত। তাই হয়তো সাংবাদিক বৈঠকে তাঁকে নিরুত্তাপ দেখাচ্ছিল। কিংবা এমন ‘নিরুত্তাপ’ ভাব দেখানোটাই তাঁর স্ট্র্যাটেজি! তাই হয়তো ফের বললেন, “মোহনবাগান এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে। ওদের গেমপ্ল্যান, প্রস্তুতিও দারুণ হয়েছে। ফলাফলই বলে দিচ্ছে ওরা কতটা ভালো দল। আমাদের খুবই সতর্ক থাকতে হবে। ওরা নয়তো যা কিছু করতে পারে।”

[আরও পড়ুন: কবে অবসর নেবেন রোহিত? নিজেই বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement