Advertisement
Advertisement

Breaking News

ISL 10

গোল্ডেন বুট নয়, হাতে ট্রফি তুলতে চান! ইস্টবেঙ্গলকে হারিয়ে জানিয়ে দিলেন ‘গোলমেশিন’ পেত্রাতোস

শীর্ষে চলে গেলেও সাবধানী আন্তোনিও লোপেজ হাবাস।

ISL 10: Dimitri Petratos eger to win the trophy, Antonio Lopez Habas continue his dream run in Mohun Bagan

গোলের পর বাঘের মতো হুঙ্কার ছাড়ছেন পেত্রাতোস। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 10, 2024 11:29 pm
  • Updated:March 11, 2024 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি এলেই তিনি ভয়ংকর হয়ে ওঠেন। চলতি আইএসএলের (ISL 2023-24) ফিরতি ডার্বিতে আবার নজর কেড়ে নিলেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে একটি গোল করলেন, দু’টি করালেন ‘গোলমেশিন’। এই নিয়ে ডার্বিতে তিনটি গোল হয়ে গেল অস্ট্রেলীয় স্ট্রাইকারের। ডুরান্ড কাপ, আইএসএলের প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বেও গোল করলেন। মোহনবাগান (Mohun Bagan) জনতার কাছে ক্রমশ ডার্বির নায়ক হয়ে উঠছেন পেত্রাতোস। গোল এবং অ্যাসিস্ট ছাড়াও গোটা ম্যাচে বিভিন্ন ভাবে ব্যস্ত রাখলেন ইস্টবেঙ্গলের রক্ষণকে। ফলে এবারের আইএসএলে মোট আট গোল করে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার তিনি।

যদিও ম্যাচের সেরা পেত্রাতোস কিন্তু গোল্ডেন বুট জেতা নিয়ে একেবারেই ভাবছেন না। বরং বলছেন, “আইএসএল জিততে চাই। প্রতিদিন সেটা মাথায় রেখেই আমি মাঠে নামি। বলা ভালো আমাদের দলের সবাই আইএসএল জেতা নিয়েই ভাবনাচিন্তা করে। ব্যক্তিগতভাবে কী পুরস্কার পেলাম সেটা নিয়ে আমরা ভাবছি না।”

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে উড়িয়ে আইএসএল ডার্বির রং সবুজ-মেরুন, লিগ শীর্ষে পেত্রাতোসরা]

Jason Cummins nad Dimitri Pretratos
গোলের পর পেত্রাতোস ও কামিন্সের ‘স্টেন গান’ সেলিব্রেশন। ছবি: সায়ন্তন ঘোষ

কোনও দলের মানসিকতা একদম তলানিতে থাকলে কী হতে পারে, তার স্পষ্ট প্রমাণ রবিবার ইস্টবেঙ্গলের প্রথমার্ধের খেলা। গোটা অর্ধ ইস্টবেঙ্গলকে দেখে মনে হয়েছে তারা ভাঙাচোরা একটি দল। কারও সঙ্গে কারও বোঝাপড়া নেই। সুপার কাপ জেতার পর যে ছন্দ নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএলের প্রথম পর্বের ডার্বি খেলেছিল তারা, সেই দলের এই পারফরম্যান্স মেলানো যাচ্ছিল না। ফলে সেই সুযোগে ঝড় তুলে ৩-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন।

তবে দ্বিতীয়ার্ধে গতবারের চ্যাম্পিয়ন দলের মধ্যে সেই আগ্রাসী মনোভাব দেখা গেল না। কেন পারফরম্যান্সের গ্রাফ নেমে গেল? পেত্রাতোস বলছিলেন, “ফুটবলে এমনটা হয়েই থাকে। সেটা নিয়ে এত চিন্তার কোনও কারণ নেই।” তারকা স্ট্রাইকারের সঙ্গে এই বিষয়ে একমত আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। তাঁর যুক্তি, “কতটা গরম ছিল সেটা বুঝতেই পারছেন। এরমধ্যে লাগাতার ম্যাচ। ক্লান্তি তো আসবেই। আর তাছাড়া ওরাও তো খেলতে এসেছে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলেছে। তাই জিতলেও ওদের কুর্নিশ জানাই।”

হাবাস কামব্যাক করার পর থেকে একেবারে বদলে গিয়েছে মোহনবাগান। সেটা গত কয়েক ম্যাচের পারফরম্যান্স বলে দিচ্ছে। কিন্তু কোন ছন্দে তিনি সাফল্য পাচ্ছেন? স্প্যানিশ কোচের প্রতিক্রিয়া, “৩-৫-২ ফর্মেশন। এই ছক আমার খুবই পছন্দের। আমি সবসময় ডিফেন্স ও মাঝমাঠ আগলে রেখে খেলতে পছন্দ করি। ছেলেরাও আমার ছক খুব দ্রুত রপ্ত করেছে। এভাবেই এগিয়ে যেতে চাই।”

১৭ ম্যাচে ১১টি জয়। ড্র ও হার তিনটি করে। ৩৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের মগডালে সবুজ-মেরুন। ইতিমধ্যে লিগ-শিল্ড জেতার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন অগণিত সবুজ-মেরুন সমর্থকরা। তবে হাবাস কিন্তু তাঁর ফুটবলারদের নিয়ে ধীরে ধীরে এগোতে চাইছেন। তাই আপাতত লক্ষ্য কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়। সেই টার্গেট নিয়ে ১৩ মার্চ ফের ৯০ মিনিটের যুদ্ধে নামতে চলেছে সবুজ-মেরুন বাহিনী।

[আরও পড়ুন: ফের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ভারতীয় তারকা ব্যাডমিন্টন জুটি সাত্বিক-চিরাগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement