Advertisement
Advertisement

Breaking News

club World Cup 2025

‘নিয়ম ভেঙে’ ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামি! ফিফার পক্ষপাতিত্ব নিয়ে তুঙ্গে বিতর্ক

আগামী বছরের ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকায়।

Inter Miami will play club World Cup 2025, FIFA faces backlash
Published by: Anwesha Adhikary
  • Posted:November 17, 2024 5:37 pm
  • Updated:November 17, 2024 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মায়ামি। টুর্নামেন্টের প্রথম ম্যাচটিও মায়ামিতে খেলা হবে। কিন্তু মেসির ক্লাবকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, নিয়ম বহির্ভূতভাবে ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে ফিফা।

সাধারণত মেজর লিগ সকার অর্থাৎ মার্কিন লিগের বিজয়ী দল ক্লাব বিশ্বকাপে আমেরিকার প্রতিনিধিত্ব করে। কিন্তু চলতি বছরের লিগের প্লে অফ থেকেই ছিটকে গিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। তবে সাপোর্টার্স শিল্ডে দুরন্ত ফর্মে রয়েছে তারা। শনিবার নিউ ইংল্যান্ডকে ৬-২ হারিয়ে ৭৪ পয়েন্ট পেয়েছে ইন্টার মায়ামি। সাপোর্টার্স শিল্ডে এর আগে এত বেশি পয়েন্ট পায়নি কোনও দল। এক মরশুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার নজির ছিল সাপোর্টার শিল্ডে। শনিবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে ইন্টার মায়ামি।

Advertisement

আগামী বছরের ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকায়। কিন্তু আয়োজক দেশের প্রতিনিধি হিসাবে মেজর লিগ সকারের বিজয়ী নয়, ইন্টার মায়ামির নাম ঘোষণা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। তাঁর কথায়, “২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলেছে ইন্টার মায়ামি। তাই আয়োজক দেশের প্রতিনিধি হিসাবে ওদের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত।” অর্থাৎ ক্লাব বিশ্বকাপ সংক্রান্ত নিয়মে আচমকাই বদল এনেছে ফিফা।

তার পর থেকেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাকে কাঠগড়ায় তুলেছেন ফুটবলভক্তদের একাংশ। তাঁদের অভিযোগ, কেবলমাত্র মেসিকে ক্লাব বিশ্বকাপে খেলানোর জন্যই নিয়মে বদল এনেছে ফিফা। আসলে আর্জেন্টাইন মহাতারকার মুখকে ব্যবহার করে ব্যবসায়িক ফায়দা তুলছে ফিফা, এমনটাই দাবি ভক্তদের। আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ক্লাব বিশ্বকাপ হবে। উদ্বোধনী ম্যাচ খেলা হবে মায়ামিতেই। কিন্তু নিয়ম ভেঙে এই প্রতিযোগিতায় ইন্টার মায়ামির খেলা মোটেই মেনে নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement