Advertisement
Advertisement

Breaking News

Luka Modric

রিয়াল ছাড়ছেন মদ্রিচ! ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে কি জুটি বাঁধবেন ক্রোয়েশিয়ান তারকা?

শোনা যাচ্ছে, অ্যানচেলোত্তি ছেড়ে দিতে চাইছেন মদ্রিচকে।

Inter Miami could make a move for Real Madrid midfielder Luka Modric । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 26, 2023 1:38 pm
  • Updated:September 26, 2023 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুকা মদ্রিচকে (Luka Modric) নিয়ে জল্পনা। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ ছাড়বেন তিনি। যোগ দেবেন লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami)।

ক্রোয়েশিয়ার সংবাদপত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির কো-ওনার ডেভিড বেকহ্যামও ক্রোয়েশিয়ান আন্তর্জাতিক তারকাকে দলে নিতে চাইছেন। আর সেরকম ঘটলে ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে মদ্রিচের যুগলবন্দি দেখার মতো হবে। 

Advertisement

[আরও পড়ুন: দুই ম্যাচে ৩২ গোল, এশিয়ান গেমসে ছুটছে হরমনপ্রীতের ভারতীয় দল]

রিয়াল মাদ্রিদের সঙ্গে জুনে নতুন চুক্তি করেছেন মদ্রিচ।  আগামী বছর পর্যন্ত রিয়ালেই তাঁর থাকার কথা। কিন্তু খবরের ভিতরকার খবর বলছে,  কার্লো অ্যানচেলোত্তি ৩৮ বছর বয়সি তারকার সঙ্গে সম্পর্ক ছেদ করতে চান।

ইন্টার মায়ামিতে যোগ দিলে জানুয়ারিতে রিয়াল ছাড়বেন মদ্রিচ। ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে যোগ দিয়েছেন সের্জিও বুস্কেটস, জর্ডি আলবা। শোনা যাচ্ছে ইন্টার মায়ামির সঙ্গে কথা হচ্ছে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজেরও। এর মধ্যেই নাম ভাসল মদ্রিচেরও। 

[আরও পড়ুন: ‘ভারতীয়দের সঙ্গে আমি কি যুদ্ধ করতে যাচ্ছি?’ পাক সাংবাদিককে তোপ দাগলেন হ্যারিস রউফ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement