Advertisement
Advertisement

মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধি! সহকারী রেফারি হলেন রিওলাং

'দেশের পতাকার যাতে কোনও অসম্মান না হয়, নিশ্চিত করব আমি'. বলছেন দেশকে গর্বিত করা রেফারি।

India's Riiohlang Dhar chosen as assistant referee at FIFA U-17 Women's World Cup
Published by: Subhajit Mandal
  • Posted:August 18, 2024 12:39 pm
  • Updated:August 18, 2024 12:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে নির্বাচিত হলেন ভারতের রিওলাং ধর। যে বিশ্বকাপের আসর বসছে ডমিনিকান রিপাবলিকে। রিওলাং ভারতের দ্বিতীয় রেফারি যিনি এই মহাসুযোগ পেলেন। শুক্রবার যে আটত্রিশ জন ম‌্যাচ অফিশিয়ালের নাম প্রকাশ করেছে ফিফা, রিওলাং রয়েছেন তাঁদের মধ‌্যে।

পেশায় মেঘালয় পুলিশের কর্মী রিওলাং। তিনি বলছিলেন, ‘‘অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। এটা আমার কাছে বিশাল একটা সম্মান। আমাকে ফিফার প্রত‌্যাশাপূরণ করতে হবে। একই সঙ্গে আমি এটাও মাথায় রাখব যে, দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের পতাকার যাতে কোনও অসম্মান না হয়, তা নিশ্চিত করব আমি।’’

Advertisement

[আরও পড়ুন: সিবিআইয়ের কাছে সন্দীপ ঘোষ এবং কলকাতার সিপির গ্রেপ্তারি দাবি, বিস্ফোরক সুখেন্দুশেখর]

আজ নয়। সেই ২০০৯ সাল থেকে রেফারিং জীবনের অংশ হয়ে গিয়েছে রিওলাংয়ের। ‘‘ফুটবল ছাড়ার পর নিজের শহরেই রেফারিং কোর্সে ভর্তি হয়ে যাই আমি। তার পর আস্তে আস্তে রেফারিং ভালো লাগতে শুরু করে আমার। সবচেয়ে বড় কথা, যে খেলাটা আমি ভালোবাসি, রেফারিং তার সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছিল,’’ বলছেন রিওলাং। মেঘালয়ের ওই রেফারি বলছেন, “এর আগে বহু টুর্নামেন্টে রেফারিং করিয়েছি। কিন্তু ফিফার বিশ্বকাপে রেফারিং করাটা সত্যিই আলাদা অভিজ্ঞতা হতে চলেছে।”

[আরও পড়ুন: ২ ঘণ্টা অন্তর দিতে হবে রিপোর্ট, আর জি কর বিক্ষোভ নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের]

রিওলাংয়ের আগে উভিনা ফার্নান্ডেজ একমাত্র ভারতীয় রেফারি যিনি ফিফা বিশ্বকাপ স্তরে সুযোগ পেয়েছেন। ২০১৬ সালে জর্ডনে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রেফারিং করিয়েছেন তিনি। ফের সেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেই সুযোগ এল রিওলাংয়ের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement