ছবি এক্স
ব্রাজিল লেজেন্ডস: ২ (ভিওলা, অলিভিয়েরা)
ইন্ডিয়া অল-স্টারস: ১ (বিবিয়ানো)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোনাল্ডিনহো, রিভাল্ডো, কাফুরা চেন্নাইয়ে পা রাখার পর রীতিমতো উজ্জীবিত হয়ে উঠেছিলেন অনুরাগীরা। হেভিওয়েট ফুটবলারদের নিয়ে তৈরি এই ব্রাজিল লেজেন্ডস দল। তাদের বিপক্ষে মাঠে নামে ইন্ডিয়া অল-স্টারস। একটা তুল্যমূল্য ম্যাচ দেখার প্রত্যাশায় ছিলেন দর্শকরা।
রবিবাসরীয় সন্ধ্যায় ম্যাচটি দেখতে জওহরলাল নেহরু স্টেডিয়াম ভরিয়ে তুলেছিলেন দর্শকরা। মেহতাব হোসেন, অ্যালভিটো ডি’কুনহা, সৈয়দ রহিম নবি, শুভাশিস রায়চৌধুরি, মেহরাজউদ্দিন ওয়াডু সমৃদ্ধ ইন্ডিয়া অল-স্টারস অসাধারণ ফুটবল খেলে। তারকাখচিত ব্রাজিলকে প্রথমার্ধে গোল করতে দেননি ভারতীয় কিংবদন্তিরা।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় রোনাল্ডিনহোদের। মাঝেমাঝেই সাম্বার ঝলক লক্ষ্য করা যাচ্ছিল। তবে ডিফেন্স আঁটসাঁট রেখেছিলেন অর্ণব মণ্ডলরা। তবে খানিকক্ষণের মধ্যেই ফ্রিকিক আদায় করে নেয় ব্রাজিল। শট নেন রোনাল্ডিনহো। দুরন্ত শট সেভ করেন গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরী। প্রথমার্ধের মাঝপথে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিল লেজেন্ডসের কাছে। গোলের সামনে বল পেয়েও পা ছোঁয়াতে পারেননি জুনিয়র। এর কিছুক্ষণ পর মোহনরাজ গোলকিপারকে একা পেয়ে গোল করতে পারেননি। হাফটাইম হওয়ার কিছুক্ষণ আগে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন আইএম বিজয়ন। কিন্তু গোল হয়নি। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
Ronaldinho Almost Gives Brazil The Lead
The Brazilian maestro came agonizingly close to scoring, but Subhasish Roy pulled off a spectacular save in the 11th minute!
Catch all the action LIVE on FanCode!
#BrazilLegendsVsIndiaAllStars #FootballPlusSummit #FootballForAll pic.twitter.com/LLLGq0yUdO
— FanCode (@FanCode) March 30, 2025
দ্বিতীয়ার্ধেও পজিশনিং ফুটবল খেলতে দেখা যায় ব্রাজিলের কিংবদন্তিদের। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা ব্রাজিল চটজলদি ফলও পায়। ভারতীয় ডিফেন্ডারদের ভুলে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিওলা। ম্যাচের বয়স তখন ৪৩ মিনিট। যদিও এই আনন্দ হলুদ জার্সিধারীদের জন্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর ঠিক এক মিনিট পর বিবিয়ানো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে ইন্ডিয়া অল-স্টারস।
যদিও এরপর বেশ কিছু সুযোগ পেয়েছিল ব্রাজিল লেজেন্ডস। ভিওলা তো নিজের দ্বিতীয় গোলের খুব কাছাকাছি চলে এসেছিলেন। মিস করেন তিনি। ম্যাচের ৬৩ মিনিটে এই ভিয়ানোর গোলই অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। যদিও এর ঠিক পরের মিনিটেই গোল করে ব্রাজিল লেজেন্ডকে এগিয়ে দেন রিকার্ডো অলিভিয়েরা। শুভাশিসের বদলে মাঠে নামা গোলকিপার করণজ্যোত সিং সেভ করতে পারেননি। শেষমেশ ব্রাজিল লেজেন্ডস ২-১ ব্যবধানে জয়লাভ করে। এদিন হেরে গেলেও মন জয় করল ভারতের লড়াই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.