Advertisement
Advertisement
Indian Super League

ঘোষিত আইএসএলের সূচি, প্রথম ম্যাচেই মোহনবাগানের সামনে মুম্বই সিটি, ডার্বি কবে?

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের সেরা ফুটবল টুর্নামেন্ট।

Indian Super League: Mohun Bagan will face Mumbai City Fc in Opening match
Published by: Arpan Das
  • Posted:August 25, 2024 7:16 pm
  • Updated:August 25, 2024 8:18 pm  

শিলাজিৎ সরকার: বেজে গেল আইএসএলের রণদামামা! আগেই ঘোষণা করা হয়েছিল যে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের সেরা ফুটবল টুর্নামেন্ট। এবার প্রকাশ্যে এল প্রথম ম্যাচে মুখোমুখি হবে কারা? সেখানে দেখা যাবে গত আইএসএল ফাইনালের রিম্যাচ। যুবভারতীতে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি। আর ডার্বি হবে ১৯ অক্টোবর। আপাতত চলতি বছরের সূচি প্রকাশিত হয়েছে। 

২০২৪-২৫ মরশুমে এবার খেলবে কলকাতার তিন প্রধানই। গতবারের লিগ-শিল্ড জয়ী দল মোহনবাগান ফের শিরোপা বজায় রাখার লড়াইয়ে নামবে। তার সঙ্গে শুভাশিস বোসরা চাইবেন আইএসএল কাপ ছিনিয়ে নিতে। অন্যদিকে গতবার লিগ তালিকায় ৯ নম্বরে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছে লাল-হলুদ। সুপার কাপ জয়ও বাড়তি আত্মবিশ্বাস দেবে কার্লেস কুয়াদ্রাতদের। গত শনিবারই ঘোষিত হয়েছে মহামেডানের অন্তর্ভুক্তি। আই লিগ জয়ী দল আইএসএলের মঞ্চে নিজেদের ছাপ রাখতে মরিয়া হবে, সেই কথা বলাই বাহুল্য।

Advertisement

[আরও পড়ুন: ইতিহাস ভুলে প্রথম ইনিংসে ডিক্লেয়ার! হারের পর প্রশ্নের মুখে পাক অধিনায়ক শান মাসুদের সিদ্ধান্ত]

ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুর মাঠে মুখোমুখি হবে দুই দল। মহামেডানের ম্যাচ ১৬ তারিখ। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাঁরা আইএসএল অভিযান শুরু করবে কিশোর ভারতীতে। প্রথম লেগের ডার্বি ১৯ অক্টোবর। যার জন্য দীর্ঘ প্রতীক্ষা থাকে ফুটবল ভক্তদের। বাংলার ফুটবল বিভক্ত হয়ে যায় দুই ভাগে। তবে এবার আরও ‘ডার্বি’ অপেক্ষা করে থাকবে সমর্থকদের জন্য। মহামেডানের অন্তর্ভুক্তিতে ভারতের সেরা ফুটবল টুর্নামেন্টে থাকবে মিনি ডার্বিও।

[আরও পড়ুন: ‘ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়’, নজির গড়া শাকিবের পাশে বাংলাদেশের ক্রিকেটাররা]

বড় ম্যাচেই সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হবে মোহনবাগান। ৫ অক্টোবর মোলিনার দলের সঙ্গে মহামেডানের ম্যাচ। ৯ নভেম্বর হবে ইস্টবেঙ্গল ও মহামেডানের মিনি ডার্বি। এবছর আইএসএলে খেলবে ১৩টি দল। তবে হায়দরাবাদ এফসি-র সূচি নির্ভর করবে তাঁদের লাইসেন্সের উপর।

মোহনবাগানের সূচি:
১৩ সেপ্টেম্বর মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি
২৩ সেপ্টেম্বর মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড
২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান
৫ অক্টোবর মোহনবাগান বনাম মহামেডান
১৯ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
৩০ অক্টোবর হায়দরাবাদ এফসি বনাম মোহনবাগান
১০ নভেম্বর ওড়িশা এফসি বনাম মোহনবাগান
২৩ নভেম্বর মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
৩০ নভেম্বর মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি
৮ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড বনাম মোহনবাগান
১৪ ডিসেম্বর মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স
২০ ডিসেম্বর এফসি গোয়া বনাম মোহনবাগান

ইস্টবেঙ্গলের সূচি:
১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল
২২ সেপ্টেম্বর কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল
২৭ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
৫ অক্টোবর জামশেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল
১৯ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
২২ অক্টোবর ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল
৯ নভেম্বর ইস্টবেঙ্গল বনাম মহামেডান
২৯ নভেম্বর ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড
৭ ডিসেম্বর চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল
১২ ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি
১৭ ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি
২১ ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
২৮ ডিসেম্বর হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল

মহামেডানের সূচি:
১৬ সেপ্টেম্বর মহামেডান বনাম নর্থইস্ট ইউনাইটেড
২১ সেপ্টেম্বর মহামেডান বনাম এফসি গোয়া
২৬ সেপ্টেম্বর চেন্নাইয়িন বনাম মহামেডান
৫ অক্টোবর মোহনবাগান বনাম মহামেডান
২০ অক্টোবর মহামেডান বনাম কেরালা ব্লাস্টার্স
২৬ অক্টোবর মহামেডান বনাম হায়দরাবাদ এফসি
৯ নভেম্বর ইস্টবেঙ্গল বনাম মহামেডান
২৭ নভেম্বর মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি
২ ডিসেম্বর জামশেদপুর এফসি বনাম মহামেডান
৬ ডিসেম্বর পাঞ্জাব এফসি বনাম মহামেডান
১৫ ডিসেম্বর মহামেডান বনাম মুম্বই সিটি এফসি
২২ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স বনাম মহামেডান
২৭ ডিসেম্বর মহামেডান বনাম ওড়িশা এফসি

*চলতি বছরের সূচি

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement