সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) বিরুদ্ধে গোল করেছেন ভারতীয় ফুটবলার। তেরঙ্গা নিয়ে সেই গোল উদযাপনে মেতে উঠেছেন ভারতের সমর্থক। কিন্তু স্টেডিয়ামের মধ্যেই তাঁকে বাধা দেন এক চিনা ব্যক্তি। চেপে ধরে ভারতীয় সমর্থককে বসিয়ে দেন তিনি। এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রথম ম্যাচে এমনই ঘটনা দেখা গেল। আয়োজক দেশ চিনের বিরুদ্ধে গোল করতেই ভারতীয় সমর্থকদের প্রতি কার্যত খড়্গহস্ত হয়ে উঠলেন স্টেডিয়ামের দায়িত্বে থাকা কর্মীরা।
মঙ্গলবার চিনের হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলতে নামে ভারতীয় দল। ম্যাচের ১৭ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েন সুনীল ছেত্রীরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরান ভারতের রাহুল কেপি। সেই গোল দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন স্টেডিয়ামে উপস্থিত এক ভারতীয় সমর্থক। প্রসঙ্গত, এদিন খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল।
প্রথমার্ধের শেষে রাহুল গোল করতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন এক ভারতীয় সমর্থক। গ্যালারিতে তেরঙ্গা ওড়াতে থাকেন তিনি। কিন্তু সঙ্গে সঙ্গেই এক স্টেডিয়ামে থাকা এক ব্যক্তি এগিয়ে আসেন ওই ভারতীয় সমর্থকের দিকে। ভারতের পতাকা ওড়াতেও নিষেধ করেন তিনি। ভারতীয় সমর্থককে বলা হয়, তিনি যেন সংযত হয়ে নিজের আসনে বসে পড়েন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই সমর্থককে ধরে আসনে বসিয়ে দিচ্ছেন স্টেডিয়ামের আধিকারিক।
📸 | WHAT A GOALLLLL RAHUL KP! @rahulkp_r7_pic.twitter.com/tZLFnGNADW
— Rohit Sharma (@arvindkaliravna) September 19, 2023
প্রসঙ্গত, রাহুলের গোল সত্ত্বেও ৫-১ গোলে হেরে যায় ভারত। দল হিসেবে দারুণ শক্তিশালী চিন (China)। এশিয়ান গেমস (Asian Games 2023) ফুটবলে সোনা নিশ্চিত করার জন্য সেই মার্চ মাস থেকে প্রস্তুতি নিচ্ছে তারা। চিনের সুপার লিগে ২৬টি গোল করা স্ট্রাইকার রয়েছেন এশিয়াডের দলে। শক্তিশালী চিনের বিরুদ্ধে হেরে এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অভিযান বেশ কঠিন হয়ে পড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.