ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। ছবি: সোশাল মিডিয়া।
ভারত: ০
আফগানিস্তান: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিপক্ষ ছিল ভাঙাচোরা। আর্থিক অনটনে জেরবার সেদেশের ফুটবল সংস্থা। ফিফা (FIFA) ক্রমতালিকায় যে দলটার স্থান দেড়শোরও পর। অধিকাংশ প্রথম সারির ফুটবলারকে রেজিস্টারও করাতে পারেনি আফগানিস্তান। এ হেন দলের বিরুদ্ধে হাসতে হাসতে না হলেও অন্তত সহজে জিতে যাওয়া উচিত ছিল ভারতের। কিন্তু সুনীলরা (Sunil Chhetri) পারলেন না। কোচ ইগর স্টিমাচের সব দাবিই মোটামুটি মেনে নিয়েছিল ফেডারেশন। তাও ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে ফিরতে হল ভারতীয় দলকে। কোনওক্রমে গোলশূন্য ড্র করল ইগরের ছেলেরা।
শেষবার ভারত কোনও আন্তর্জাতিক ম্যাচে গোল করেছিল কুয়েতের বিরুদ্ধে, গত নভেম্বরে। সুনীল ছেত্রী জাতীয় দলের হয়ে গোল করেছিলেন তারও আগে, অক্টোবর মাসে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ৮৫ মিনিট নাগাদ দু’টো তথ্য একসঙ্গে বদলে ফেলার সুযোগ পেয়েছিল ভারত (Indian Football Team), পেয়েছিলেন সুনীল। কিন্তু লিস্টন কোলাসোর সাজানো মাইনাসের ধারেকাছেই পৌঁছাতে পারলেন না ক্যাপ্টেন, পিছলে পড়ে গেলেন আফগানদের ছোট বক্সের ঠিক সামনে।
এমনিতেই আভার প্রায় আড়াই হাজার মিটার উপরে অবস্থিত দামাক স্টেডিয়ামে ফুটবল খেলাটা সহজ কাজ নয়। সে যতই ভারত দিন পাঁচেক অনুশীলন করে নামুক না কেন। তার উপর সাহাল আবদুল সামাদের মতো ফর্মে থাকা বল প্লেয়ারকে পাননি কোচ ইগর স্টিমাচ। এই অবস্থায় মাঝমাঠের জোর বাড়াতে সুনীলকে একটু নীচে রেখে বিক্রমপ্রতাপ সিংকে একা স্ট্রাইকারে খেলালেন তিনি। কিন্তু আইএসএলে গোলের মধ্যে থাকলেও তিনি যে এখনও সেই দায়িত্ব নেওয়ার মতো জায়গায় পৌঁছাননি, বারবারই ধরা পড়ল বিক্রমের খেলায়। আক্রমণে অবশ্য বাকিরাও নজর কাড়তে পারলেন কই!
এদিন ডিফেন্সও বারবার উন্মুক্ত হয়ে গেল আফগান আক্রমণের সামনে। তবে তাউফি স্কান্দারিরাও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় অন্তত একটা পয়েন্ট পেলেন স্টিমাচরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.