ইগর স্টিমাচকে 'শোকজ' করল এআইএফএফ। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ৪ গোল খেলেও সিঙ্গাপুরকে সমীহ করছেন ইগর স্টিমাচ (Igor Stimac)। ভারতীয় দলের কোচ এশিয়ান কাপের আগে দলকে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে দেখে নিতে চাইছেন। সিঙ্গাপুরকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেছেন সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) হেডস্যর। প্রতিপক্ষকে এগিয়ে রেখে বললেন, “নতুন কোচের অধীনে সিঙ্গাপুর হাই প্রেসিং ফুটবল খেলে যা প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম। ওরা একটু হলেও এগিয়ে থাকবে।”
তবে জয়ের জন্য লিস্টন কোলাসোরাও তৈরি, দাবি স্টিমাচের। তাঁর কথায়, “সিঙ্গাপুরকে হারানোর ক্ষমতা আমাদের আছে এবং মাঠে সেটাই দেখাতে হবে। ফিটনেসের দিক থেকে আমরা হয়তো একটু পিছিয়েই আছি। তবে দল হিসেবে খেলে সেইদিক থেকে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।”
ফুটবলারদের ক্ষমতার উপর ভরসা রাখা স্টিমাচ বলছেন, “দক্ষতার বিচারে আমার হাতে বেশ কয়েকজন ফুটবলার আছে যারা প্রতিপক্ষের হাই প্রেসিং ফুটবলকে ভোতা করতে সক্ষম। পাশাপাশি দলের খেলা নিয়ন্ত্রণও করতে পারে তারা।”
🚨 MATCHDAY 🚨
The #BlueTigers 🐯 are all set to face-up against Singapore 🇸🇬 today 🤩
📍Thong Nhat, Vietnam 🏟️
⏳ 5.30 PM IST 🕠
📺 @EurosportIN / Indian Football Facebook Page#INDSGP ⚔️ #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/1IHhgBrUBN— Indian Football Team (@IndianFootball) September 24, 2022
স্টিমাচের দল দারুণ ছন্দে রয়েছে। আত্মবিশ্বাসীও সুনীল ছেত্রীরা। তিনটি ম্যাচ জিতে ২০২৩ এএফসি এশিয়ান কাপের ছাড়পত্র জোগার করেছে ভারতীয় দল। সিঙ্গাপুর ফিফা ক্রমতালিকায় ১৫৯ নম্বরে। সেই কারণেই এই ম্যাচের বল গড়ানোর আগে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। ১০ বছর আগে সিঙ্গাপুরের বিরুদ্ধে শেষ বার খেলেছিল ভারত।
আজ টিভিতে- (ভারত বনাম সিঙ্গাপুর)
বিকাল সাড়ে ৫টা, ইউরোস্পোর্ট
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.