Advertisement
Advertisement
U-17 Women's World Cup

ব্রাজিলের বিরুদ্ধে গোল করাই লক্ষ্য, অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের শেষ ম্যাচে নামছে ভারত

গ্রুপ পর্বের দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারতের মেয়েরা।

India will play their last match against Brazil in U-17 Women's World Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 17, 2022 8:40 am
  • Updated:October 17, 2022 8:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন ধূলিসাৎ। গ্রুপ পর্বের খেলায় ভারত এখনও একটা ম্যাচ যেমন জেতেনি, অন্যদিকে একটা গোলও করতে পারেনি। তাহলে কি শূন্য হাতে বিদায় নেবে ভারত? সব মিলিয়ে রিক্ত হাতে দাঁড়িয়ে ভারতীয় অনূর্ধ্ব-১৭ মেয়েদের দল। তাহলে কি ধরে নিতে হবে বিশ্বকাপ (U-17 Women’s World Cup)  আয়োজক দেশ হিসেবে সুযোগ পাওয়া ছাড়া ভারতের আর কোনও কৃতিত্ব নেই?

শুক্রবার মরোক্কোর কাছে হারার পর হতাশায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল কোচ টমাস ডেনারবিকে। সেদিন ম্যাচের পর ভারতীয় (India Women Football Team) দলের কোচ এমনও বলেছিলেন, “খুবই খারাপ লাগছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে কারও ভাল লাগে না।” ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার আগে ভারতকে উজ্জীবিত করার মতো কোনও পরিস্থিতি আছে কি? অনেকে বলছেন আছে। কোথায়? আসলে ব্রাজিলের বিপক্ষে খেলা মানেই বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করা। কে না জানে, দক্ষিণ আমেরিকার শুধু নয়, বিশ্ব ফুটবলে ব্রাজিল হল শক্তিশালী দেশ।

Advertisement

ছেলেদের হলে তো কথাই নেই, পিছিয়ে নেই মেয়েরাও। তাই ডেনারবি জানিয়ে দিয়েছেন, ব্রাজিল ম্যাচে মেয়েরা আক্রমণের সময় আরও বেশি করে আত্মবিশ্বাসী হয়ে উঠুক। “আমাদের কাছে যখন বল থাকবে তখন যেন তাড়াহুড়ো না করি। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে খেলা শুরু করতে হবে। সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাসী হতে হবে। ভাল খেলার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপানো প্রয়োজন। আমাদের যেহেতু হারানোর কিছু নেই। তাই আশাকরি ব্রাজিলের বিপক্ষে মেয়েরা নিজেদের উজাড় করে দিতে দ্বিধা করবে না।”.

[আরও পড়ুন: মরশুমের প্রথম এল ক্লাসিকো জয় রিয়ালের, বার্সাকে তিন গোল দিয়ে মধুর প্রতিশোধ বেঞ্জেমাদের]

ম্যাচের ২৪ ঘন্টা আগে সাংবাদিকদের একথা জানিয়েছেন ডেনারবি। ব্রাজিল যে অনেক শক্তিশালী দল তা ডেনারবি জানেন। তাই ভারতীয় দলের কোচ বলেছেন, “আমাদের রক্ষণের উপর খুব জোর দিতে হবে। পাশাপাশি এও মনে রাখতে হবে, শুধু রক্ষণ দিয়ে কখনও ম্যাচ জেতা যায়না। তাছাড়া প্রতিযোগিতায় একটা গোল করারও প্রয়োজন আছে।” সেই সঙ্গে ডেনারবি এও বলেন, “ভাল দল ব্রাজিল। আবার এও জানি, নক-আউটে নিজেদের জায়গা দখল করার জন্য ভারতের বিরুদ্ধে আপ্রাণ লড়াই চালাবে। সুতরাং সর্বশক্তি দিয়ে তারা যে আমাদের বিরুদ্ধে ঝাঁপাবে তা না বললেও চলে।” ব্রাজিল ম্যাচ যে ভারতের কাছে আত্মসম্মানের লড়াই তাও বুঝিয়ে দিয়েছেন ডেনারবি। তাই তিনি বলেছেন, “একটা কথা বলতে পারি, মেয়েরা লড়াইতে কোনও সময়ের জন্য পিছিয়ে থাকবে না। যেভাবে হোক একটা গোল করার জন্য ঝাঁপাবে। একটা গোল করে মাঠ ছাড়লে বিশ্বকাপে খেলার অন্তত মানে খুঁজে পাওয়া যাবে।”

[আরও পড়ুন:পিছিয়ে পড়েও কেরলের বিরুদ্ধে দুর্দান্ত জয়, ৫ গোল দিয়ে জয়যাত্রা শুরু মোহনবাগানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement