Advertisement
Advertisement

Breaking News

India vs Vietnam

প্রীতি ম্যাচে ভিয়েতনামের সামনে ভারত, জয়ের জন্য সুনীলের দিকেই তাকিয়ে স্টিমাচ

আগের ম্যাচে ১-১ ফলে ড্র করেছিল ভারত।

India will face Vietnam on FIFA friendly, hopes on Sunil Chhetri | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 27, 2022 9:44 am
  • Updated:September 27, 2022 9:44 am  

স্টাফ রিপোর্টার: ফিফা ক্রম তালিকায় ৫৫ ধাপ পিছনে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে জয় আসেনি। সাত ধাপ আগে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে কি আসবে? মঙ্গলবার সেই উত্তর সন্ধানে হো চি মিন সিটিতে আয়োজিত হুন থিং ফ্রেন্ডলি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে সুনীল ছেত্রীর ভারত।

নামে প্রীতি ম্যাচ হলেও শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনামকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচের কথায়, ‘‘ভিয়েতনাম শক্ত প্রতিপক্ষ। ফলে ম্যাচটাও যথেষ্ট কঠিন হতে চলেছে।’’ ফিফা রাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে নামার আগে দলের প্লেয়ারদের মানসিকতায় বদল আনার ডাক দিয়েছেন স্টিমাচ। বলেছেন, ‘‘জয়ের লক্ষ্য নিয়ে ছেলেরা মাঠে নামবে।’’

Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ডে ভারতীয় দলের মহিলা ক্রিকেটারের ঘরে ডাকাতি, টুইটারে ক্ষোভ প্রকাশ তারকার]

প্রতিযোগিতার প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে চার গোলে হারিয়েছিল ভিয়েতনাম। সেই সিঙ্গাপুরের কাছেই আটকে গিয়েছে ভারত। দানা বাঁধেনি আক্রমণ। ভিয়েতনামের বিরুদ্ধে দ্রুত গোল পেতে তাই ‘ভার্টিক্যাল ফুটবল’ ও দলের ‘ট্রান্সজিশন’-এ বাড়তি নজর দিচ্ছেন স্টিমাচ। পাশাপাশি তিনি জানান, ‘‘আক্রমণের সঙ্গে ডিফেন্সকেও সজাগ থাকতে হবে। কোনও মতেই গোল খাওয়া চলবে না। ভিয়েতনাম দ্রুত আক্রমণে আসতে পছন্দ করে। এটাই ওদের খেলার বৈশিষ্ট্য। দূরপাল্লার শটে ওরা বেশ দক্ষ। সেটপিসেও ভয়ঙ্কর। আমাদের সতর্ক থাকতে হবে।’’

এমন হাইভোল্টেজ ম্যাচে ভিয়েতনামকে হারাতে ভারতের ভরসার নাম সেই একটাই – সুনীল ছেত্রী। ২০১০ সালে এই ভিয়েতনামের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুনীল। তারপর অবশ্য এক যুগ কেটে গিয়েছে। ভারতকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভিয়েতনাম। বদলে যাওয়া ভিয়েতনামের বিরুদ্ধে সেই পুরনো সুনীলকে ফের খুঁজে পাওয়া যায় কিনা, সেটাই এখন দেখার।

তবে সিঙ্গাপুরের বিরুদ্ধে জয় আটকে যাওয়ার কারণে বেশ চিন্তায় থাকবেন স্টিমাচ। গোল করার সুযোগ তৈরি করেও বারবার থমকে যেতে হয়েছে ভারতীয় ফরোয়ার্ডদের। পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে জিততে না পেরে চাপ থাকবে স্টিমাচের উপরেও।

[আরও পড়ুন: হিজাব বিক্ষোভ দমনে ইরানের রাস্তায় রাইফেল হাতে মহিলা ‘হিজাব বাহিনী’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement