Advertisement
Advertisement

Breaking News

FIFA Rankings

পরপর টুর্নামেন্টে সাফল্যের পুরস্কার, ফিফা ক্রমতালিকায় একশোর মধ্যে ভারত

পাঁচ বছর বাদে ১০০'র নিচে নেমেছিল ভারতের র‍্যাঙ্ক।

India ranked under 100 in FIFA Rankings | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 20, 2023 4:13 pm
  • Updated:July 20, 2023 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর বাদে ফের ফিফা ক্রমতালিকায় একশোর মধ্যে চলে এল ভারতীয় ফুটবল দল। জুনের শেষেই ১০১ থেকে ১০০ নম্বরে উঠেছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। তখনও সাফ কাপে খেলছে ভারত। সাফের সাফল্যে আরও একধাপ উপরে উঠে এল ইগর স্টিমাচের দল। আপাতত ভারতের স্থান ৯৯ নম্বরে।

২০১৮ সালের ডিসেম্বর মাসে শেষবার ১০০-র আগে উঠে এসেছিল ভারতের Rank। তারপর পাঁচ বছর কেটে গিয়েছে। ইগর স্টিমাচের (Igor Stimac) কোচিংয়ে শুরুর দিকটা বিশেষ ভাল যায়নি ভারতীয় ফুটবল দলের। ফলে ক্রমতালিকাতেও অনেকটা পিছিয়ে পড়েছিলেন সুনীল ছেত্রীরা। তবে দিন বদলাচ্ছে। ফের উন্নতি হচ্ছে ভারতের।

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে তৃণমূলের সুখেন্দুশেখর, ঠাঁই পেলেন পিটি ঊষাও]

সার্বিকভাবে সময়টা ভারতীয় ফুটবলের (Indian Football) জন্য ভাল যাচ্ছে। সাফ কাপ (SAFF Cup), ইন্টার কন্টিনেন্টাল কাপের মতো টুর্নামেন্টে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের ছেলেরা ভাল ফুটবল খেলছেন। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিটেও জয়ের তাগিদ দেখা যাচ্ছে। যা ফুটবল মহলে বেশ প্রসংশিত।

[আরও পড়ুন: মণিপুর ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ, হট্টগোলের জেরে মুলতুবি সংসদ অধিবেশন]

ক্রমতালিকায় এই উন্নতির ফলে এশিয়ার মধ্যে ১৮তম স্থানে আপাতত নিশ্চিন্ত ভারত। যার অর্থ আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারে তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়াটা নিশ্চিত হল সুনীল ছেত্রীদের। তবে এত কিছুর পরও একটাই আফসোস। এশিয়ান গেমসে ভারতীয় দলকে পাঠানোর ব্যাপারে এখনও সম্মতি দিল না কেন্দ্র সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement