সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ সন্ধেয় শহরের সব রাজপথ এসে মিশবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতের (India) সামনে হংকং (Hong Kong)। কিন্তু ম্যাচ শুরুর আগেই সুনীল ছেত্রীরা (Sunil Chhetri) জেনে গেলেন তাঁরা এএফসি এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছে গিয়েছেন। এবার নিয়ে পঞ্চমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে গেল ভারত। টানা দু’ বার। ২০১৯ সালে ভারত এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলেছিল। সেই সময়ে কোচ ছিলেন স্টিভেন কনস্ট্যানটাইন।
এবার ইগর স্টিমাচের (Igor Stimach) হাতে দলের রিমোট কন্ট্রোল। ভারত-হংকং ম্যাচের বল গড়ানোর আগে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে দু’ দলেরই পয়েন্ট সমান ছিল। ২ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৬। আবার হংকংও সমসংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ৬ পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে হংকং। কিন্তু ভারত-হংকং ম্যাচের বল গড়ানোর আগেই প্যালেস্টাইনের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছে ফিলিপিন্স। ফলে গ্রুপ বি-তে ফিলিপিন্সের পয়েন্ট ৪। গ্রুপ ডি-তে ভারতের পয়েন্ট ফিলিপিন্সের থেকে বেশি। আর তার ফলেই এএফসি এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছে যায় ভারত।
উল্লেখ্য, এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মোট ছ’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূলপর্বে পৌঁছবে। দ্বিতীয় স্থানে থাকা সেরা পাঁচটি দলও খেলবে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে।
এএফসি এশিয়ান কাপে দুদ্দাড়িয়ে শুরু করে স্টিমাচের ভারত। প্রথম ম্যাচে কাম্বোডিয়াকে উড়িয়ে দেয় স্টিমাচের দল। দ্বিতীয় ম্যাচে স্মরণীয় জয় পায় ভারত। সুনীল ছেত্রীর দর্শনীয় ফ্রি কিক থেকে এগিয়ে যাওয়ার পরে আফগানরা সমতা ফেরায়। এর পরে সামাদের গোলে ভারত ম্যাচ জেতে। আর ফিলিপিন্স হেরে যাওয়ায় ভারত পৌঁছে গেল এএফসি এশিয়ান কাপের মূলপর্বে। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ হওয়ার আগেই স্টিমাচরা পেলেন সুখবর। এদিন সন্ধেবেলা অবশ্য গ্রুপ সেরা হওয়ার জন্যই ভারত নামবে হংকংয়ের বিরুদ্ধে, একথা বলাই বাহুল্য।
🥳 HERE WE COME 🥳
As Palestine 🇵🇸 defeat Philippines 🇵🇭 in Group 🅱️, the #BlueTigers 🐯 🇮🇳 have now secured back-to-back qualifications for the @afcasiancup 🤩#ACQ2023 🏆 #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/3aNjymWLSm
— Indian Football Team (@IndianFootball) June 14, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.