Advertisement
Advertisement
Igor Stimac

এখনও বিশ্বকাপের যোগ্যতা অর্জনে পর্বে তৃতীয় রাউন্ডে যেতে পারে ভারত, আশায় ইগর

জুন-জুলাইয়ে শিবিরের পর এই দলটাকেই অন্যরকম ফর্মে দেখা যাবে, আশাবাদী ভারতীয় দলের কোচ।

India can reach third round of World Cup Qualifiers, says Igor Stimac

বিস্ফোরণ ঘটানোর হুমকি স্টিমাচের।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 28, 2024 11:19 am
  • Updated:March 28, 2024 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১-২ গোলে হেরেও জাতীয় কোচ ইগর স্টিমাচের (Igor Stimac) মুখে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী পর্বে যাওয়ার বিষয়ে আশার বাণী। জাতীয় কোচ মনে করেন, বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের পরবর্তী পর্বে এখনও যেতে পারেন সুনীলরা। তবে অতীতে যে বিষয়ের উপর বারবার আলোকপাত করে এসেছেন, সেই দীর্ঘমেয়াদি শিবিরের পক্ষে মঙ্গলবার ম্যাচ হেরে আরও একবার সওয়াল করেন ক্রোয়েশিয়ান কোচ। তিনি বলেন, “অবশ্যই, আমার মনে হয় এখনও আমরা যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifier) পরবর্তী রাউন্ডে যেতে পারি। আপনাদের আগেই বলেছিলাম, দীর্ঘ শিবির হলে এই দলটাই বদলে যাবে।”

ম্যাচ হারের পর স্টিমাচের কোচ থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে স্টেডিয়ামে বিক্ষোভও হওয়ার পাশাপাশি ‘গো-ব্যাক স্টিমাচ’ স্লোগানও শুনতে হয়েছে তাঁকে। তবে সে বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই তাঁর। ম্যাচ হারের পর কারণ খুঁজতে গিয়ে ঘুরিয়ে ফুটবলারদের দিকেই আঙুল তুলছেন তিনি, “কারও দোষে যদি গোল খেয়ে যেতে হয়, তাহলে কিছুই বলার থাকে না। আমার মনে হয়, ম্যাচের অধিকাংশ সময় আমরা নিয়ন্ত্রণ করেছি। আপনারা দেখতেই পেরেছেন দলের (Indian Football Team) অর্ধেকের বেশি ফুটবলার নিজেদের সেরাটা দিতে পারেনি। এই বিষয়টা আমি কখনওই চার দিন বা পাঁচ দিনের শিবিরে বদলাতে পারব না। এর জন্য আমি দুঃখিত।”

Advertisement

[আরও পড়ুন: ফিট নখিয়া, রাজস্থানের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই নামছে দিল্লি]

সঙ্গে যোগ করেন, “আমরা অনেক কিছুই ঠিকঠাক করতে পারিনি। বেশ কিছু সময় প্রদর্শন খুবই বাজে ছিল। ম্যাচের ৫-৬ মিনিট খুবই বাজে খেলেছে দল, যার খেসারত দিতে হয়েছে।” অবশ্য এই দলটাকেই আগামী জুন-জুলাইয়ের পর বদলে যেতে দেখা যাবে বলে দাবি করেছেন জাতীয় কোচ। তাঁর মতে, দীর্ঘ শিবির হলে এই ফুটবলারাই নিজেদের পারফরম্যান্সে বদল আনতে পারবেন। তিনি আরও বলেন, “আমি আবার বলছি, জুন-জুলাইয়ে শিবিরের পর এই দলটাকেই আপনারা একেবারে অন্যরকম ফর্মে দেখবেন। এর আগেও আমরা অনেক কঠিন দলকে হারিয়েছি। তাদের থেকে নিশ্চয় আফগানিস্তান খুব বেশি শক্তিশালী দল নয়।” এর আগের ম্যাচে এই আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। মঙ্গলবার সুনীল ছেত্রী নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে হারের পর হতাশায় মাথায় হাত দিয়ে বসেছিলেন ম্যাচ শেষে। এই ম্যাচে তিনি গোল করলেও সেই গোল কাজে আসেনি।

[আরও পড়ুন: কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলায় দলেও ‘শাস্তি’, সুপ্রিয়াকে লোকসভার প্রার্থী তালিকা থেকে সরাল কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement