সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই সৌদি আরবের লজ্জাজনক হারের পর উঠে গিয়েছিল গেল গেল রব। প্রাক্তনরা তো বটেই, সোশ্যাল মিডিয়ায় এদেশের ফুটবল সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের পর্তুগিজ কোচ মাতোস। কিন্তু এক সপ্তাহের মধ্যেই উলটপুরাণ। বুধবার গভীর রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৩-০ গোলে হারানোর পরই রহিম আলি, অমরজিৎ, ধীরাজদের প্রশংসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা। হয়তো গোল পার্থক্যের জন্য পরের পর্বে যাওয়া হল না ভারতের, কিন্তু দেশের যুব খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি সবাই।
অনূর্ধ্ব-১৭ দলের কোচ হওয়ায়, অনূর্ধ্ব-১৯ দলটাকে কোনওদিন কোচিং করানোর সুযোগই পাননি মাতোস। যেহেতু হাতে একদমই সময় কম ছিল, তাই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দলটির সঙ্গে অনূর্ধ্ব-১৯-এর কিছু ফুটবলার মিলিয়ে দল নিয়ে সৌদি চলে আসেন পর্তুগিজ কোচ। প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৯ ফুটবলারদেরই বেশি খেলান। ইয়েমেন ম্যাচ থেকে ঠিক করেন, দলে বিশ্বকাপের ফুটবলারদেরই বেশি খেলাবেন। আর তাতেই আসে সাফল্য। তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারানোর পর অন্তত দুটো বিষয়ে আফসোস যাবে না কোচ মাতোসের। গ্রুপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ৫ গোলের হারটা যদি কম হত। আর দ্বিতীয় ম্যাচে যদি ইয়েমেনের বিরুদ্ধে চার-চারটে সহজ গোলের সুযোগ রহিম আলিরা হাতছাড়া না করতেন, তাহলে হয়তো পরের পর্বে চলেই যেত টিম ইন্ডিয়া।
ইয়েমেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর এদিন তুর্কমেনিস্তানের বিরুদ্ধেও শুরুতে এরকম হয়েছিল। ৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থা। অবশেষে গোল আসে অধিনায়ক অমরজিতের পা থেকে। ৭২ থেকে ৯২। এই ২০ মিনিটে তুর্কমেনিস্তানের উপর আক্রমণের রোলার চালায় ভারত। আর তাতেই ৩ গোল। দ্বিতীয় গোল অভিষেক হালদারের। অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করেন এডমুন্ড। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এদিন অনূর্ধ্ব-১৭ দলের ৯ জন ফুটবলারকে খেলান মাতোস। যা প্রতিযোগিতা শুরুর আগেই চাইছিল ফুটবল ফেডারেশন।আর ম্যাচের পরই সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ আবার হা-হুতাশ করে লেখেন, সৌদির বিরুদ্ধে যদি একটু কম গোল খেত ভারত এবং ইয়েমেনের বিরুদ্ধে সহজ সুযোগ নষ্ট না হত, তাহলেই তৈরি হত নয়া ইতিহাস। কেউ লেখেন, ভারতীয় ফুটবলের ভবিষ্যত ঠিক হাতেই রয়েছে। অনেকেই আবার অভিনন্দন জানিয়ে টুইট করেন।
FT: TKM 🇹🇲 0 – 3 IND 🇮🇳
India end their #AFCU19 qualifiers Group D campaign with a thumping win against Turkmenistan! #StarsOfTomorrow pic.twitter.com/4XqkjEXVoO
— AFC (@theafcdotcom) 8 November 2017
#TKMvIND Finally a victory for the young Indians. India thrash Turkmenistan 3-0. Had we score a goal against Yemen, we would have surely qualified. @IndianFootball @FIFAcom @Sportskeeda @StarFootball
— Agni Tripathi (@authorAgni) 8 November 2017
It hurts to not qualify but we have to be patient in youth football. The team gave it their all. #BackTheBlue #AFCU19
— Kishore Taid (@taidk) 8 November 2017
Proud of you guys!!Well played!!💙💪You guys were excellent!! #BackTheBlue #AsianDream #TKMvIND https://t.co/Di2XlgXh0X
— Vinay Dhareshwar (@vfactor07) 8 November 2017
Nice to see you guys win!
This for all the hard work you’ve done so far! @IndianFootball #TKMvIND #Asiandreams
Keep up the hard work future is yours!
We’re with you til the end.#BleedBlue #BackTheBlue https://t.co/Ok4dm60vd3— Santosh Mayacharya (@samblasts) 8 November 2017
Though we wl nt qualify…but still a great fight back in 2nd half!!dnt know wht happened in 1st half 😑😑 #BackTheBlue #TKMvIND
— Bivangshu Ghosh (@MissuDADA) 8 November 2017
Metos taught nothing 2 our boys. If continued further, we will see only destruction of this project, which already suffered so much jolts
— supriyo (@supriyorokx) 8 November 2017
Congrats @IndianFootball U19 beat Turkmenistan 3-0.#BackTheBlue #AsianDream #TKMvIND pic.twitter.com/KEchstfhiB
— Manjappada KBFC Fans (@kbfc_manjappada) 8 November 2017
Future of Indian football is in safe hands👏 Well done guys.. proud of you👏
— Roy Tweets (@Abhideep_) 8 November 2017
Congrats Boys…. Fantastic Display of football.. #BackTheBlue
— Sijo Thomas (@imthomas_sijo) 8 November 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.