ঈশানকে নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ২৫। এত কম বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপিয়ে একদিনের ক্রিকেটে করেছেন ডাবল সেঞ্চুরি। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সেও (Mumbai Indians) তাঁর আলাদা কদর রয়েছে। তবে জীবনে এত কিছু পাওয়ার পরেও নাকি মানসিক অবসাদে ভুগছেন ঈশান কিষাণ (Ishan Kishan)! আর তাই তরুণ উইকেটকিপার-ব্যাটার গত দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল ঈশান কি এখনও সুস্থ হয়নি? তাঁকে কেন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হল না? বিসিসিআই (BCCI) কেন তারকা ক্রিকেটারকে নিয়ে আপডেট দিচ্ছে না? এমনই প্রশ্ন তুলে দিলেন আকাশ চোপড়া (Aakash Chopra)।
নিজের X হ্যান্ডেলে আকাশ চোপড়া লিখেছেন, ‘ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে শ্রেয়স সহ অধিনায়ক হিসেবে দেখা যায়। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রেয়স দলে ছিল। তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে কেন খেলছেন না শ্রেয়স?’ তিনি আরও লিখেছেন, ‘শিবম দুবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। যদিও ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নেওয়া হয়নি। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ পেয়ে গেলেন!’ এর পর আকাশ চোপড়ার বিস্ফোরণ, ‘কোথায় গেল ঈশান কিষাণ? ওকে কেন দলে নেওয়া হল না?’
Iyer was nominated as the Vice-Captain for the 5-match T20i series vs Australia. Was a part of the squad against SA too.
Now, finds no place in the team vs Afghanistan.
Dubey was in the squad vs Aus at home. Wasn’t picked for SA. Back in the team vs AFG.
Also, where is Ishan…— Aakash Chopra (@cricketaakash) January 8, 2024
এর আগে এমনই মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes) ও গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। এবার সেই তালিকায় জুড়ে গেল ঈশানের নাম। কিন্তু কেন ঈশানের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন কোনও আপডেট দিচ্ছে না, সেটাও জানতে চেয়েছেন প্রাক্তন ওপেনার ও প্রখ্যাত ধারাভাষ্যকার।
শোনা যাচ্ছে গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ঈশান! জাতীয় দলের সঙ্গে লাগাতার যাত্রা ও ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার জন্যই নাকি ঈশান ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্তে এসেছিলেন। সূত্রের মতে, এত কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশান নাকি হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে কথা বলেছিলেন। এমনকি জাতীয় মুখ্য নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) সঙ্গেও এই ইস্যু নিয়ে তাঁর বিস্তারিত কথা হয়েছিল। এর পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশান।
গত বছর ভারতের প্রতিটি সিরিজেই ঈশানের নাম ছিল। তবে তিনি কখনওই ধারাবাহিকভাবে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। বেশির ভাগ সময় রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তবে যতটা সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে করেছিলেন ৮২ রান। এমনকি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শুভমান খেলতে না পারার জন্য ঈশান সুযোগ পেয়েছিলেন। কিন্তু এর পর কাপযুদ্ধে তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি।
আফগান সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.