এএফসি কাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের একটি মুহূর্ত। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি এশিয়ান (AFC Asian Cup) কাপে অংশগ্রহণকারী সব দেশগুলোর ফুটবলারদের কাছেই ছিল জিপিএস ভেস্ট, কিন্তু ভারতীয় দলের কাছেই ছিল না তা। ভারত গ্রুপের তিনটি ম্যাচেই হার মনেছে। হতশ্রী পারফরম্যান্স করেছে এএফসি এশিয়ান কাপে। জিপিএস ভেস্ট না থাকায় দলের খেলায় প্রভাব পড়েছে বলে মনে করেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই জিপিএস ভেস্ট (GPS vest) এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাবে এশিয়ান কাপে ভুগতে হয়েছে ভারতীয় দলকে।
জিপিএস ভেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলি কেনা হয়েছিল। সেগুলো বিমানে নেওয়া হয়েছিল। কিন্তু বিমান পরিষেবার জটিলতায় সেই জিনিসগুলি পাননি সুনীলরা।
এআইএফএফ-এর এক কর্তা জানিয়েছেন, এই জিনিসগুলোর দাম ছিল ৪৫ লক্ষ টাকা। ফেডারেশেনর সংশ্লিষ্ট কর্তাটি বলেছেন, ”এই জিপিএস ভেস্টগুলো আনার দায়িত্ব ছিল চারটি বিমান সংস্থার উপরে। আমরা একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু কাজে আসেনি। ৪৫ লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে আমাদের। নতুন জিপিএস ভেস্ট আবার কেনা হয়েছে।”
২০১৫ সাল থেকে ভারতীয় ফুটবল দল জিপিএস ভেস্ট ব্যবহার করছে। ফেডারেশনের সেই কর্তাটি জানান, ইগর স্টিমাচের মতে অনুশীলনের সময়ে জিপিএস ভেস্ট-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাব প্রভাব ফেলেছে দেশের খেলায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.