স্টিমাচ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধেয়ে আসছে অস্ট্রেলিয়ান ঝড়। এএফসি এশিয়ান কাপের আগে এভাবেই ছেলেদের সতর্ক করলেন সুনীল ছেত্রীদের হেডস্যর ইগর স্টিমাচ (Igor Stimac)।
শারীরিক ভাবে দারুণ সক্ষম অস্ট্রেলিয়ানরা। গ্রাহাম আর্নল্ডের শক্তিশালী দল এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। সেট পিস মুভমেন্টে ভয়ংকর অস্ট্রেলিয়া। ডিফেন্ডার হ্যারি সোওটার ২১টি আন্তর্জাতিক ম্যাচ থেকে ১০টি গোল করেছেন। প্রথম ম্যাচে নামার আগে স্টিমাচ বলছেন, ”অত্যন্ত কঠিন ম্যাচ আমাদের জন্য। অস্ট্রেলিয়ার শক্তি ও ক্ষমতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল।”
ডেড বল সিচুয়েশন থেকে অস্ট্রেলিয়া ভারতের গোলমুখে ত্রাস তৈরি করতে পারে। অজিদের কীভাবে আটকানো সম্ভব? স্টিমাচের সংক্ষিপ্ত জবাব, ”ওদের সেট পিস দিলে চলবে না।”
স্টিমাচ আরও বলছেন, ”ওরা দুই প্রান্ত থেকে বক্সে বল ভাসাবে। আক্রমণে ওরা দারুণ শক্তিশালী। ওরা ঝড় তুলবে। আমাদেরও পরিস্থিতির মোকাবিলা করতে হবে। রক্ষণ জমাট রাখতে হবে। দুই প্রান্তে বল ডিস্ট্রিবিউশন বন্ধ করতে হবে। যদি তা না করতে পারি, তাহলে ক্রস পাঠানো হন্ধ করতে হবে যে কোনও মূল্যে।”
প্রবল শক্তিশালী প্রতিপক্ষ হলেও গুটিয়ে থেকে খেলবে না ভারতীয় দল। নিজেদের সহজাত খেলা তুলে ধরবেন। স্টিমাচ বলছেন, ”রক্ষণাত্মক ফুটবল খেলার জন্য আমরা আসিনি। ফুটবল উপভোগ করতে চাই। গত চার বছর ধরে যে রকম ফুটবল খেলেছি, যেভাবে উপভোগ করেছি, সেটাই করব এই টুর্নামেন্টে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.