সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমস, কিংস কাপ, বিশ্বকাপের কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং ম্যাচ রয়েছে। অথচ ভারতীয় শিবিরের জন্য ফুটবলারই ছাড়ছে না আইএসএল ও আই লিগের ক্লাবগুলি। বারবার এ সমস্যার সম্মুখীন হওয়ায় এবার মেজাজ হারালেন ইগর স্টিমাচ।
ভারতীয় ফুটবল নিয়ে নতুন আশার আলো দেখিয়েছেন স্টিমাচ। ১৫ দিনের মধ্যে জোড়া আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রফি এনে দিয়েছেন। এমনকী সুনীল ছেত্রীরা যাতে এশিয়ান গেমসে অংশ নিতে পারেন, তার জন্য নিয়মে বদল আনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পর্যন্ত চিঠি লিখেছিলেন তিনি। তার দিন কয়েক পরই এশিয়ান গেমসে খেলার সবুজ সংকেত পায় ভারত। অথচ যে কোচ ভারতীয় দলের সাফল্য নিয়ে এতখানি চিন্তিত, তিনি সময়মতো ফুটবলারই পাচ্ছেন না। এক নয়, একাধিকবার এমন ঘটনা ঘটেছে। আর সেই কারণেই এবার মেজাজ হারান ক্রোয়েশিয়ান কোচ। তিনি সাফ জানিয়ে দেন, তিনি ভারতীয় ফুটবলের ভাল চান। কিন্তু তার জন্য কারও কাছে মাথা নোয়াবেন না।
স্টিমাচ জানান, ‘‘আমি কাউকে তেল দিতে আসিনি। আমি এসেছি ভারতীয় ফুটবলের ভাল করতে। আমাকে সমস্যার কথা বলা হলে তা সমাধানের চেষ্টা করব। কিন্তু যদি বলা হয়, যেমন চলছে চলুক। কোনও বদলের দরকার নেই, তাহলে বলে দিক। আমাকে পছন্দ না হলে আমি হাসিমুখে চলে যাব।’’ এরপরই তিনি যোগ করেন, ‘‘ভারতে প্রতিভার অভাব নেই। কিন্তু সমস্যা হল, আমরা একটা ভাল সূচি তৈরি করতে পারি না যেখানে ক্লাব স্তরের প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্যও সমান গুরুত্ব দিয়ে সময় বের করা যাবে। ক্লাবগুলো যে ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে ভাবে না, তেমন নয়। তবে সমস্যা মেটাতে হলে আলোচনা করতে হবে।’’
মোহনবাগান ইতিমধ্যেই জানিয়েছে, জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়তে কোনও সমস্যা নেই তাদের। কিন্তু ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটির মতো দল ফুটবলার ছাড়া নিয়ে টালবাহানা করছে। অথচ ৭ সেপ্টেম্বর শুরু কিংস কাপ। তার আগে গোটা দল না পাওয়ায় বেশ বিরক্ত স্টিমাচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.