ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ইগর স্টিমাচ (Igor Stimac)। মঙ্গলবার প্রস্তুতি শিবিরের জন্য আরও ১৫ জনের তালিকা প্রকাশ করা হল। ইতিমধ্যে প্রস্তুতি শিবিরের জন্য ২৬ ফুটবলারকে ডেকে নিয়েছেন জাতীয় কোচ। কিন্তু সেই দলে মোহনবাগান (Mohun Bagan) ও মুম্বই সিটির (Mumbai City FC) ফুটবলাররা ছিলেন না। নতুন তালিকায় স্বমহিমায় আছেন আইএসএল (ISL) ফাইনালের দুই ক্লাবের ফুটবলাররা।
জুন মাসে তৃতীয় রাউন্ডে ওঠার জন্য লড়াইয়ে নামবে ভারত (India Football)। সামনে কুয়েত ও কাতারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে ১০ মে থেকে ভুবনেশ্বরে প্রস্তুতি শুরু করবে ভারতীয় ফুটবল দল। কিন্তু আইএসএল ফাইনালের জন্য মোহনবাগান ও মুম্বই সিটির ফুটবলারদের নাম ঘোষণা করা হয়নি। এবার তাঁদের নিয়েই ১৫ জন ফুটবলারের নাম প্রকাশ করা হয়েছে।
এই তালিকায় আছেন,
গোলকিপার- পূর্বা লাচেনপা, বিশাল কাইথ
ডিফেন্ডার- আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহতাব সিং, রাহুল ভেকে, শুভাশিস বসু
মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ
ফরওয়ার্ড- মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং
The second list of 1️⃣5️⃣ probables for the Bhubaneswar camp ahead of the FIFA World Cup Qualifiers👇🏼
The 15 players from the second list, will join the camp on May 15! ✅
4️⃣ week camp in Bhubaneshwar starts from 10th May 2024! #IndianFootball ⚽️ pic.twitter.com/3EeKcsArqE
— Indian Football Team (@IndianFootball) May 7, 2024
৬ জুন যুবভারতীতে কুয়েতের মুখোমুখি হবে ইগর স্টিমাচের ছেলেরা। কাতারের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ১১ জুন। খেলা হবে দোহায়। এই মুহূর্তে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত। ১২ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আছে কাতার। তৃতীয় রাউন্ডে যেতে হলে পরের ম্যাচগুলিতে দুরন্ত পারফরম্যান্স দেখাতে হবে ভারতীয় ফুটবলারদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.