Advertisement
Advertisement

Breaking News

IFA Shield

শিলিগুড়িতে আইএফএ শিল্ড করার চেষ্টা, খেলতে পারে ব্রাজিলের নামী ক্লাবও!

মার্চের ১৭ তারিখের পর শিল্ড আয়োজন করতে চেয়ে ফের ফেডারেশনকে চিঠি দিতে চলেছে আইএফএ।

IFA sheild likely to held in Siliguri, Brazil club might join

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 4, 2024 2:28 pm
  • Updated:November 4, 2024 2:28 pm  

স্টাফ রিপোর্টার: নভেম্বরে চেষ্টা করা হয়েছিল আইএফএ শিল্ড আয়োজনের। কিন্তু নভেম্বরে শ্লট পায়নি আইএফএ। এবার মার্চের ১৭ তারিখের পর শিল্ড আয়োজন করতে চেয়ে ফের ফেডারেশনকে চিঠি দিতে চলেছে আইএফএ। এই সময় ফিফা উইন্ডো থাকায় আইএসএল বন্ধ থাকবে। তবে শিল্ড কলকাতায় হবে না। হবে শিলিগুড়িতে। শতাব্দী প্রাচীন প্রতিযোগিতার চমক বাড়াতে আনার চেষ্টা করা হচ্ছে কয়েকটি বিদেশি দলকেও। ইতিমধ্যেই বাংলাদেশের ঢাকা মহামেডানের সঙ্গে কথা বলেছেন আইএফএ কর্তারা। এবার ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব বোটাফোগোর সঙ্গে প্রাথমিক কথা বলে ফেললেন তাঁরা।

এই মুহূর্তে ব্রাজিল লিগের শীর্ষে রয়েছে বোটাফোগো। তবে এখনই পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক স্তরে কথা চলছে। তার কারণ এখনও ফেডারেশন থেকে মার্চের শ্লট পায়নি আইএফএ। শুধু বোটাফোগো নয়। একটি নেপাল ও একটি ভূটানের দলকে আনার চেষ্টা করছেন আইএফএ কর্তারা। আর থাকছে কলকাতার ইস্টবেঙ্গল, মহামেডান। মোহনবাগান আগেই জানিয়ে দিয়েছে তারা শিল্ড খেলতে আগ্রহী নয়। জানা গিয়েছে, শিল্ডে খেলার বিষয়ে আরও একবার মোহনবাগানের সঙ্গে আলোচনা করতে পারেন আইএফএ কর্তারা। তবে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে শিল্ড। গতবারও শিল্ড আয়োজনে উদ্যোগী হয়েছিল আইএফএ। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

Advertisement

গতবার সুপার কাপে প্রতিটি দল যেমন ছটি বিদেশি খেলানোর সুবিধা পেয়েছিল, শিল্ডে তেমনই ছয় বিদেশি খেলানোর অনুমতি দিতে পারে আইএফএ। একই সঙ্গে বোটাফোগোর সঙ্গে কথা বলা হচ্ছে সিনিয়র দলের বেশ কয়েকজন নামী ফুটবলারকে আনার বিষয়ে। প্রথমে ঠিক ছিল স্লট পেলে নভেম্বরে শিল্ড হবে। তখন যদি শিল্ড হত তাহলে ব্রাজিল লিগ চলার জন্য বোটাফোগোর পক্ষে সেই সময় সিনিয়র দল আনা সম্ভব হত না। কিন্তু মার্চে ব্রাজিল লিগ শেষ হয়ে যাবে। তখন সিনিয়র দল আনতে সমস্যা হবে না বলে জানা গিয়েছে। সেই বিষয়েই কথা চলছে আয়োজক আইএফএ-র সঙ্গে।

রাজ্য ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত শিল্ড আয়োজন নিয়ে বলেন, “নভেম্বরে শ্লট পাওয়া যায়নি। চেষ্টা করছি মার্চে শিল্ড আয়োজন করার। প্রাথমিক কথা হয়েছে ব্রাজিলের বোটাফোগোর সঙ্গে। চেষ্টা করা হচ্ছে সিনিয়র দল আনার। তবে পুরোটাই প্রাথমিক স্তরে রয়েছে। বাংলাদেশের একটি দলের সঙ্গে কথা হয়েছে। নেপাল ও ভূটানের একটি করে দল আনারও চেষ্টা চলছে। এবারে শিল্ড শিলিগুড়িতে আয়োজন করার চেষ্টা চলছে।” চেষ্টা চলছে ঠিকই, কিন্তু ফেডারেশনের শ্লট না পেলে কোনও চেষ্টাই সফল হবে না আইএফএ-র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement