সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়দানে তিন প্রধানের ফুটবল ফিরছে আগামী শুক্রবার। আর ইস্ট-মোহন মাঠে নামার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ডার্বির তারিখ নিয়ে জল্পনা। কারণ ক্যালকাটা ফুটবল লিগের প্রথম পর্যায়ের ক্রীড়াসূচি ঘোষণা করলেও ডার্বির তারিখ ঘোষণা করা হয়েছিল না। আইএফএ চাইছিল ডার্বি হোক লিগের শেষদিকে। তাই কবে ডার্বি আর কোথায় খেলা হবে তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল ফুটবল মহলে। সেসবের অবসান ঘটিয়ে মরশুমের প্রথম ডার্বির দিন ঘোষণা করল আইএফএ। আগামী ২ সেপ্টম্বর প্রথম ইস্ট-মোহন দ্বৈরথ দেখবে ময়দান। খেলা শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে।
বুধবার ইস্ট-মোহন ডার্বির পাশাপাশি দুটি মিনি ডার্বিরও সূচি ঘোষণা করেছে আইএফএ। ইস্টবেঙ্গল বনাম মহমেডান খেলা হবে ৯ সেপ্টেম্বর। মোহনবাগান-মহমেডান খেলা খেলা ১৬ সেপ্টেম্বর। অর্থাৎ, শুরুতে আইএফএ যেমন জানিয়েছিল মরশুমের এক্কেবারে শেষ লগ্নে হবে ডার্বি, তেমনটা হচ্ছে না। ডার্বি কোথায় হবে তা নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। তবে, ডার্বি এবং দুটি মিনি ডার্বি সম্ভবত হচ্ছে যুবভারতীতেই। আইএফের তরফে তেমনটাই চেষ্টা করা হচ্ছে।
এদিকে ইতিমধ্যেই তিন প্রধানের চারটে করে খেলার ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ৩ আগস্ট প্রিমিয়ার এ লিগ অভিযান শুরু হচ্ছে। প্রথম দিন খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। বাকি ঘোষিত ইস্টবেঙ্গলের তিনটে ম্যাচ হল যথাক্রমে ৬ আগস্ট (ওয়েস্ট বেঙ্গল পুলিশ), ১০ আগস্ট (কাস্টমস) ও ১৪ আগস্ট (পাঠচক্র)। মোহনবাগান লিগ অভিযানে নামছে ৪ আগস্ট। প্রতিপক্ষ হল পাঠচক্র। বাকি তিনটে ম্যাচ হল যথাক্রমে-৭ তারিখ (রেনবো), ১২ তারিখ (জর্জ) ও ১৬ তারিখ (পিয়ারলেস)। মহামেডান খেলবে ৫ আগস্ট (এফসিআই), ৮ তারিখ (এরিয়ান), ১১ (রেনবো) ১৭ তারিখ (জর্জ)। টিভিতে মোট ৩৬টা ম্যাচ দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.