Advertisement
Advertisement
Calcutta Football League

কলকাতা লিগের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ, ঘরের মাঠে ফিরছে মোহনবাগান

একনজরে দেখে নিন তিন প্রধানের দ্বিতীয় পর্বের সূচি।

Calcutta Football League: IFA announces schedule for second phase of CFL 2024
Published by: Subhajit Mandal
  • Posted:July 26, 2024 10:06 am
  • Updated:July 26, 2024 1:57 pm  

স্টাফ রিপোর্টার: অন্য দুই প্রধান ঘরের মাঠে কলকাতা লিগের (Calcutta Football League) ম্যাচ খেললেও ব্যতিক্রম ছিল মোহনবাগান। অবশেষে লিগের ম্যাচ ঘরের মাঠে খেলতে চলেছে তারাও। লিগের দ্বিতীয় পর্বের সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছে আইএফএ (IFA)।

১১ আগস্ট জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মোহনবাগান মাঠে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। ৩০ জুলাই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে তাদের ম্যাচ হবে নৈহাটিতে। ২ আগস্ট বারাকপুরে মোহনবাগান (Mohun Bagan) খেলবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। এরপর ৫ আগস্ট ফের নৈহাটিতেই সবুজ-মেরুনের প্রতিপক্ষ ইস্টার্ন রেল। মাঠের কাজ চলায় এতদিন সব ম্যাচ বাইরের মাঠে খেলেছে মোহনবাগান।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ বছর অন্তর মেগা নিলাম-সহ আরও পরিবর্তন, IPL-এর নিয়মের বদল চায় ফ্র্যাঞ্চাইজিগুলো]

লিগের দ্বিতীয় পর্ব নৈহাটিতে শুরু করবে মহামেডানও, ৪ আগস্ট ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে। তারা শুরুতে ঘরের মাঠে ম্যাচ খেললেও এদিন পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচটা নৈহাটিতেই খেলেছে। মাঠ ঠিক করার জন্য আপাতত বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিএসএস (১০ আগস্ট), এরিয়ান (১৯ আগস্ট), সুরুচি সংঘ (২২ আগস্ট) এবং মেসারার্স ক্লাবের (২৫ আগস্ট) বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সাদা-কালো শিবির। ইস্টবেঙ্গল (East Bengal) অবশ্য এই পর্বে সব ম্যাচই ঘরের মাঠে খেলবে। নেক্সট জেন কাপ খেলতে শুক্রবার লন্ডন যাচ্ছে লাল-হলুদ। সেই স্কোয়াডের একঝাঁক ফুটবলার রয়েছেন লিগের দলে। তাই দ্বিতীয় পর্বের শুরুটা একটু দেরিতেই করবে ইস্টবেঙ্গল। ৯ আগস্ট ইস্টার্ন রেল ম্যাচ দিয়ে লিগে ফিরছে তারা।

লিগের সূচি:

ইস্টবেঙ্গল
ইস্টার্ন রেল (৯ আগস্ট), ভবানীপুর (১২ আগস্ট), কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন (১৭ আগস্ট), রেনবো এসি (২০ আগস্ট), পিয়ারলেস (২৪ আগস্ট), কলকাতা পুলিশ (২৮ আগস্ট)।

[আরও পড়ুন: ‘রোহিত খেললে মাঠেই অজ্ঞান হয়ে যাবে’, হঠাৎ এমন কেন বললেন শ্রীকান্ত?]

মোহনবাগান
টালিগঞ্জ অগ্রগামী (৩০ জুলাই), কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন (২ আগস্ট), ইস্টার্ন রেল (৫ আগস্ট), কাস্টমস (১৪ আগস্ট), রেলওয়ে এফসি (২৩ আগস্ট), পুলিশ এসি (২৭ আগস্ট)।
মহামেডান
ডায়মন্ডহারবার এফসি (৪ আগস্ট), বিএসএস (১০ আগস্ট), এরিয়ান (১৯ আগস্ট), সুরুচি সংঘ (২২ আগস্ট), মেসারার্স ক্লাব (২৫ আগস্ট)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement