ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। তারপর থেকে ভারতীয় দলকে নিয়ে চলছে ময়নাতদন্ত। দলের কোচ পর্যন্ত রাগে অগ্নিশর্মা হয়ে জানিয়েছিলেন, এটাই নাকি ভারতীয় ফুটবলের আসল চেহারা। এদিকে সুনীল ছেত্রীর পারফরম্যান্স নিয়েও কাটাছেঁড়া চলেছে। তবে ‘পাহাড়ি বিছে’ বাইচুং ভুটিয়া পাশে দাঁড়িয়েছেন সুনীলের।
অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী। যদিও এই প্রত্যাবর্তনের আড়ালে রয়েছে ভারতীয় ফুটবলের দৈন্যদশাও। অতিরিক্ত সুনীল নির্ভরতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্ট্রাইকার অভাবের চিত্র। তাই এটা জাতীয় ফুটবল দলের জন্য মোটেও ভালো বিজ্ঞাপন নয়।
বাইচুং বলেন, “পুরো খেলায় আক্রমণের ক্ষেত্রে আমাদের পরিকল্পনার অভাব ছিল। আমরা কেবল একই রকম আক্রমণের উপর নির্ভর করছিলাম। উইং পেরিয়ে ড্রিবলিং, অথবা উইং থেকেই সরাসরি ক্রস করছিলাম বক্সে। ভাবছিলাম, সুনীল ছেত্রী হেড দিয়ে গোল করবেন।” উল্লেখ্য, মলদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচে গোলও করেছিলেন সুনীল।
৪০ বছরের সুনীল ছেত্রীর নামের পাশে রয়েছে আন্তর্জাতিক ফুটবলে ৯৫টি গোল। এখনও দলের প্রয়োজনে তাঁকেই লাগে। সুনীল ছেত্রীর পাশে দাঁড়িয়ে বাইচুং বলেন, “ম্যাচের কথাই ধরুন। উইং থেকে তো কোনও ক্রস বিপক্ষ গোলকিপার ও ডিফেন্ডারের মাঝখানে পড়েনি। তাহলে সুনীল একা কী করবে? আমরা যদি ভাবি সুনীল সব হেড দিয়ে গোল করে দেবে, তাহলে তো ওর ব্রেন হ্যামারেজ হয়ে যাবে। কারণ জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল, ওর সতীর্থরা ওকে এরিয়াল বলই বাড়াচ্ছে।” তাছাড়াও তিনি ভারতীয় দলের কোচ মানালো মার্কুয়েজের পরিকল্পনারও সমালোচনা করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.