জোড়া গোলের পর সেলিব্রেশনে মজে এডি হার্নান্দেজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার, ১৭ মার্চ বড় জয় পেল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। নেরোকার এফসি-র (Neroca FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জিতল সাদা-কালো বাহিনী। এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক হলেন এডি হার্নান্দেজ ( Eddie Hernandez)।
আর এই জয়ের সঙ্গেই আই লিগ (I League 2023-24) জয়ের আরও পৌঁছে গেল মহামেডান। কারণ বিপক্ষকে ঘরের মাঠে উড়িয়ে এই মুহূর্তে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়ে গেল আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) ছেলেরা।
এদিন ৪২ মিনিটে গোল করেন এডি হার্নান্দেস। জসিমের পাস থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে মহমেডানের দাপট বজায় ছিল। এবারও গোল করেন এডি। ৫৪ মিনিটে দলের ব্যবধান বাড়ান তিনি। এর পর কোনও দলই আর গোলের মুখ খুলতে পারেনি। যদিও এই নিয়ে দাপটের সঙ্গে পরপর চার ম্যাচ জিতল সাদা-কালো বাহিনী।
২০২৩ সালের ২৪ ডিসেম্বর। প্রথম পর্বে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নেরোকার বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছিল মহামেডান। সেবার সাদা-কালো বাহিনীর হয়ে গোল করেছিলেন ডেভিড ও লামরেমসাঙ্গা। যদিও এবার মণিপুরের ক্লাব হলেও রাজ্যে অস্থিরতার কারণে নেরোকাকে শিলংয়ে হোম ম্যাচ খেলতে হচ্ছে। তবে শেষরক্ষা হল না। এডি হার্নান্দেজের জোড়া গোলে উড়ে গেল পাহাড়ের দল। আগামী ২৩ মার্চ রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.