Advertisement
Advertisement

Breaking News

I Legaue

সম্প্রচার নিয়ে জটিলতা! আই লিগ বয়কটের ডাক ক্লাবগুলোর

২২ নভেম্বর থেকে শুরু হবে আই লিগ।

I League clubs wants to boycott due to telecast issue

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 16, 2024 6:20 pm
  • Updated:November 16, 2024 7:23 pm  

দুলাল দে: ২২ নভেম্বর থেকে শুরু হবে আই লিগ (I Legaue)। কিন্তু তার এক সপ্তাহ আগেও ঠিক হয়নি কোথায় সম্প্রচার হবে লিগের খেলা। এই ইস্যুতে শনিবার একযোগে সাংবাদিক সম্মেলন করে আই লিগের ক্লাবগুলিও। তার পর ক্লাবগুলো সাংবাদিক সম্মেলন করে জানায়, সম্প্রচার নিয়ে ফেডারেশন যতক্ষণ না পরিষ্কার করে জানাচ্ছে, ততক্ষণ তারা আই লিগ খেলবে না।

আই লিগ সম্প্রচার নিয়ে সমস্যা অনেক দিন ধরেই চলছে। এর আগে সম্প্রচার ইস্যুতে ফেডারেশন সচিব পি অনিলকুমারকে বিস্ফোরক চিঠি দিয়েছিলেন ভালেঙ্কা আলেমাও। যিনি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সেরও কর্ত্রী। সোনি স্পোর্টস আর শ্রাচি স্পোর্টসের অ্যাপে লিগ দেখানো নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ফেডারেশনের তরফে শ্রাচির নতুন অ্যাপে সম্প্রচার নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামত জানতে চিঠি দেওয়া হয়েছিল।

Advertisement

শুরু থেকে আই লিগের ক্লাবগুলিকে ফেডারেশন জানিয়েছিল, খেলা সম্প্রচার করবে সোনি স্পোর্টস। অথচ ২৩ অক্টোবরে দেওয়া আরএফপি-র বিজ্ঞাপনের সূত্রে শ্রাচিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে ১ অক্টোবর যে বিজ্ঞাপন দিয়ে ফেডারেশন তুলে নিয়েছিল, সেখানে কেন এই বিষয়ে উল্লেখ নেই? এই নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন ভালেঙ্কা। ফেডারেশন সচিবের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, “এই বিষয়ে ফেডারেশন যেন একটু বেশিই তাড়াহুড়ো করছে। যার ফলে কিছু প্রশ্ন তৈরি হচ্ছে। ঠিক কোন কোন শর্তে শ্রাচিকে দায়িত্ব দেওয়া হচ্ছে? কার্যনির্বাহী কমিটির সভায় কি সেগুলি নিয়ে আলোচনা হয়েছে? সেক্ষেত্রে কীভাবে আলোচনা ছাড়াই কমিটি সদস্যদের সম্মতি চাওয়া হচ্ছে? ভবিষ্যতে কোনও সমস্যা হলে তো কমিটি সদস্যদেরই দায়ী করা হবে।”

শ্রাচি স্পোর্টসের অ্যাপে আই লিগ সম্প্রচার নিয়ে সোমবার কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছে ফেডারেশন। সেখানে এই ইস্যুতে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement