Advertisement
Advertisement
I League 2023

রাজস্থান এফসির বিরুদ্ধেও জয়, আই লিগের শীর্ষে জাঁকিয়ে বসল মহামেডান

আই লিগে মহামেডান যেন অশ্বমেধের ঘোড়া!

I League 2023: Mohammedan Sporting beats Rajasthan United | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 18, 2023 9:17 pm
  • Updated:November 18, 2023 9:35 pm

মহামেডান: ২ (বিকাশ সিং, এডি হার্নান্ডেজ)
রাজস্থান এফসি: ১ (রাঘব গুপ্তা)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগে (I League 2023-24) মহামেডান স্পোর্টিং যেন অশ্বমেধের ঘোড়া! শনিবার রাজস্থান এফসিকে হারিয়ে মরশুমের চতুর্থ জয়টি তুলে নিল সাদা-কালো ব্রিগেড। মহামেডান জিতল ২-১ গোলের ব্যবধানে। গোল করলেন বিকাশ সিং এবং এডি হার্নান্ডেজ।

Advertisement

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নেমে পড়ে মহামেডান (Mohammedan Sporting)। যদিও গোল পেতে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁদের। প্রথম গোলটি আসে ৪৫ মিনিটে বিকাশ সিংয়ের পা থেকে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় সাদা-কালো ব্রিগেডই। ৭১ মিনিটে গোল করেন মহামেডানেরই এডি হার্নান্ডেজ। একটা সময় মনে হচ্ছিল ম্যাচের ফলাফল ওই ২-০ হবে। কিন্তু শেষ মুহূর্তে রাজস্থানের রাঘব গুপ্তা একটি গোল শোধ করে ব্যবধান কমান।

[আরও পড়ুন: ‘রোহিতই নন, আর একজনও বিশ্বজয়ের ভাষণের প্রস্তুতি নিচ্ছেন’, মোদিকে খোঁচা মহুয়ার!]

কয়েক সপ্তাহ আগেই তৃতীয়বারের জন্য কলকাতা লিগ ঢুকে পড়েছে মহামেডান তাঁবুতে। আই লিগের দ্বিতীয় ম্যাচে শিলংয়ের কাছে আটকে গেলেও আবারও ছন্দে লাখো সেলামের মহামেডান। পর পর দু ম্যাচে নিজেদের জাত চেনালেন বিকাশ সিংরা। ইতিমধ্যেই আইজল, দিল্লি এফসি এবং ট্রাউকে হারিয়েছে সাদা-কালো শিবির। গোটা মরশুমে একটি মাত্র ম্যাচ ড্র করেছে মহামেডান। এখনও হারের মুখ দেখতে হয়নি।

[আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ড: পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ, অবরোধে সাফ ‘না’ হাই কোর্টের]

আপাতত ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মহামেডান লিগ শীর্ষে। একটি মাত্র ড্র করায় ২ পয়েন্ট খোয়াতে হয়েছে। আপাতত লিগ টেবিলের দু নম্বরে গোকুলাম কেরালা। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এবার আই লিগ জিতলে আগামী মরশুমে সরাসরি আইএসএলে খেলার সুযোগ পেয়ে যাবে সাদা-কালো ব্রিগেড।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement