Advertisement
Advertisement

রবিবারের ডার্বির টিকিট মিলছে কোথায়, জেনে নিন খুঁটিনাটি

অফলাইনে কোন কোন কাউন্টার থেকে টিকিট কাটা যাবে জানেন?

Hero I-League: Derby match tickets will be available at these places
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 29, 2017 11:44 am
  • Updated:September 21, 2019 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা ফুটবলে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিল মোহনবাগান। এই প্রথম ডার্বিতে দুই প্রধানের সদস্যরা বিনামূল্যে খেলা দেখবেন।

ডার্বি মানেই আলাদা উত্তেজনা। তা সে কলকাতা লিগ হোক কিংবা আই লিগ। ময়দানের দুই প্রধান যখন মুখোমুখি হয়, তখন শহরের রং এক্কেবারে পালটে যায়। আর আগামী ৩ ডিসেম্বর উত্তেজনার পারদ আরও বাড়তে চলেছে। কারণ শিলিগুড়িতে বেশ কয়েকটি ডার্বির পর অবশেষে যুবভারতীতে ফিরছে ঘটি-বাঙালের মহারণ। তাই টিকিটের চাহিদাও তুঙ্গে। মঙ্গলবার সন্ধেয় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা আলোচনায় বসে ঠিক করেন, মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলের সদস্যরাও মেম্বারশিপ কার্ড দেখিয়ে খেলা দেখতে পারবেন। যা এককথায় নজিরবিহীন। এর পাশাপাশি সমর্থকদের জন্য অনলাইনে https://get2thegames.com/ টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে অফলাইনেও মিলবে টিকিট। সকলেরই কৌতূহল ক্লাব তাঁবু ছাড়া আর কোন কোন কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। চটপট জেনে নিন-

Advertisement
  • মোহনবাগান ক্লাব তাঁবু
  • ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু
  • যুবভারতী স্টেডিয়ামের ১ ও ৪ নম্বর গেট।
  • প্রদীপ স্পোর্টস, ৮,৯ এম জি রোড, হাওড়া- ৭১১১০১ (হাওড়া স্টেডিয়ামের রেমন্ড শপের বিপরীতে)।
  • নবরত্ন জেমস অ্যান্ড জুয়েলস, ৭০/১/২, গৌরীবাড়ি লেন, কলকাতা- ৭০০০০৪ (অরবিন্দ সেতুর নিকট)।
  • কথা ও কাহিনি, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা- ৭০০০৭৩ (কলেজ স্ট্রিট কফি হাউসের নিকট)।
  • মল্লিকা, ১৮৩/১ বিধান সরণি, কলকাতা- ৭০০০০৬ (হেদুয়া পার্কের নিকট)।
  • ব্রিজ ভিউ, মন্দিরতলা বাসস্ট্যান্ড, শিবপুর (+919830184411)।
  • প্রতিটি কাউন্টারে বৃহস্পতি থেকে শনিবার সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
  • যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন তাঁরা বৃহস্পতি থেকে শনিবার সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মোহনবাগান তাঁবু থেকে টিকিট সংগ্রহ করতে পারেন।
  • ক্লাব থেকে কমপ্লিমেন্টরি টিকিট নেওয়ার সময়ও সেই একই।

    [শচীনের পর এবার অবসর নিচ্ছে তাঁর ১০ নম্বর জার্সিটিও!]

দুই প্রধান সিদ্ধান্ত নিয়েছে, স্টেডিয়ামে মোট আসনের অর্ধেক টিকিট ইস্টবেঙ্গলকে দেওয়া হবে। অর্থাৎ ৩০ হাজারের মতো টিকিট পাবে ইস্টবেঙ্গলও। চার রকমের টিকিট থাকছে। ১২০০ টাকার টিকিট রাখা হচ্ছে স্রেফ ভিভিআইপি-র জন্য। তার পরের ধাপের টিকিট হল যথাক্রমে ৬০০, ২০০ ও ১০০ টাকার। এবার প্রথম কার পার্ক টাকা দিয়ে কিনতে হবে। যার মূল্য ৪০০ টাকার। পুলিশি নির্দেশিকায় বলা হয়েছে, দু’দলের সমর্থকদের জন্য আলাদা গেটের ব্যবস্থা থাকবে। মোহনবাগান সমর্থকদের জন্য ১, ২, ৩ এবং ইস্টবেঙ্গল সমর্থকরা ঢুকবেন ৩-এ, ৪ ও ৫ নং গেট দিয়ে। এছাড়া বাদ্যযন্ত্র ও শব্দবাজি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ম্যাচের দিন সকাল ১১টায় খুলবে যুবভারতীর গেট।

[আইজল সমর্থকদের মারের অভিযোগে গ্রেপ্তার ৮ লাল-হলুদ ফ্যান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement