Advertisement
Advertisement
Sunil Chhetri

‘শারীরিক কারণে অবসর নিইনি’, বুট জোড়া তুলে রাখার রহস্য ফাঁস করলেন সুনীল

কেন অবসর নিলেন সুনীল?

Here is what Sunil Chhetri speaks about his retirement

সুনীল ছেত্রী। ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:May 17, 2024 4:28 pm
  • Updated:May 17, 2024 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ জুন দেশের জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তার পরে দেশের হয়ে আর খেলবেন না তিনি। বৃহস্পতিবার গোটা দেশকে চমকে দিয়ে সুনীল ছেত্রী জানিয়ে দেন, ১৯ বছরের ফুটবল জীবনে তিনি পূর্ণচ্ছেদ টেনে দিচ্ছেন। কিন্তু কেন অবসর নিচ্ছেন? সুনীল ছেত্রী সোশাল মিডিয়ায় বলেছেন, ”অবসরের সিদ্ধান্ত পুরোটাই শারীরিক নয়। আমি এখনও দারুণ ফিট। দৌড়তে পারি, ধাওয়া করতে পারি, রক্ষণে নেমে দলকে সাহায্য করতে পারি, কঠিন পরিশ্রম সমস্যা নয়। অবসরের সিদ্ধান্তের পিছনে রয়েছে মানসিক কারণ।” 
ব্যাখ্য করে সুনীল বলছেন, ”নিজের সঙ্গে লড়ছিলাম। সামগ্রিকভাবে ভাবনাচিন্তার চেষ্টা করছিলাম। অবসরের সিদ্ধান্তটা সহজাতভাবেই নিয়েছি। এরপর একবছর বেঙ্গালুরু এফসিতে খেলব। ঘরোয়া ফুটবল আর কতদিন খেলব, সেটাই এখনও জানি না। এবার আমি ছুটি নিতে চাই।” ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছে, আমার ভিতরের শিশুটা এখনও দেশের জার্সিতে নিজেকে নিংড়ে দিতে চায়। কিন্তু পরিণত আমার মনে হয়েছে, এটাই সরে যাওয়ার আসল সময়। 

[আরও পড়ুন: বিরাটের সঙ্গে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত, জানালেন সুনীল ছেত্রী]

জাতীয় দল থেকে ছুটি নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বৃহস্পতিবার সকালেই। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সুনীল ছেত্রী জানালেন, অবসর বিষয়ে বিরাট কোহলির সঙ্গে তিনি কথা বলেছিলেন। বিরাট কোহলি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সুনীল ছেত্রী তাঁকে মেসেজ করে অবসরের কথা জানিয়েছিলেন।
বিরাট ও সুনীল দুজনেই দিল্লির ছেলে। দুজনেই খুব ভালো বন্ধু। সুনীল জানিয়েছেন, ”শুক্রবার ভারতের ফুটবল দলের অধিনায়ক জানালেন, বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বিরাট কোহলি আর সুনীল ছেত্রী দুজনেই দিল্লির ছেলে। দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। সুনীল ছেত্রী শুক্রবার বলেন, ”অবসরের সিদ্ধান্ত নিয়ে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছি। কারণ আমরা ভালো বন্ধু। একে অপরকে ভালো বুঝি। তাই ওর সঙ্গে কথা বলি। আর বিরাটকে ১৮ তারিখের জন্য শুভেচ্ছাও জানিয়েছি।”

Advertisement

১৮ তারিখ আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন কোহলি। চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচের আগে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন সুনীল ছেত্রী।

[আরও পড়ুন: ব্যর্থতা সত্ত্বেও ফল নিয়ে চিন্তা নেই, নেতৃত্বের বিষয়ে সাফাই হার্দিকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement