Advertisement
Advertisement

‘রোনাল্ডোর সঙ্গে কথা বলব’, তারকার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন পর্তুগালের নতুন কোচ মার্টিনেজ

বেলজিয়ামের সঙ্গে ছ' বছরের সম্পর্ক শেষ করে পর্তুগালের দায়িত্বে মার্টিনেজ।

He deserves the respect of being able to sit down and talk, said Roberto Martinez on Cristiano Ronaldo । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 10, 2023 12:42 pm
  • Updated:January 10, 2023 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের্নান্দো স্যান্টোসের পরিবর্তে রবার্তো মার্টিনেজকে (Roberto Martinez) পর্তুগালের (Portugal) কোচ করে আনা হয়েছে।আর বেলজিয়ামের প্রাক্তন কোচের হাতে পর্তুগালের রিমোট কন্ট্রোল ওঠার পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে। মার্টিনেজ-জমানায় রোনাল্ডোর কী হবে?
রোনাল্ডোকে নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলছেন, ”মাঠেই সিদ্ধান্ত নিতে হয়। আমি অফিসে বসে সিদ্ধান্ত নেওয়ার কোচ নই। তাই শুরুতেই সব প্লেয়ারদের সঙ্গে কথা বলতে চাই। সব প্লেয়ারকে চাই একসঙ্গে।”

স্যান্টোসের কোচিংয়ে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছিল ইউরো কাপে। সেই স্যান্টোসকে (Fernando Santos) সরিয়ে মার্টিনেজ দায়িত্ব নিলেন পর্তুগালের। এর আগে মার্টিনেজ বেলজিয়াম দলের সঙ্গে ছিলেন ছ’ বছর। মার্টিনেজ আগেই জানিয়েছেন, তাঁর সময়ে সব প্লেয়ারই খেলার সুযোগ পাবেন। 

Advertisement

 

[আরও পড়ুন: ‘হিন্দুদের এত ঘৃণা কেন?’ গঙ্গা আরতিতে পুলিশের অনুমতি না মেলায় মুখ্যমন্ত্রীকে নিশানা BJP’র]

 

মার্টিনেজ আরও বলেন, ”শুরুতেই আমি বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন প্লেয়ারকে ডাকব। ক্রিশ্চিয়ানো অতি অবশ্যই রয়েছে সেই তালিকায়। গত ১৯ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছে রোনাল্ডো। ওর সঙ্গে বসে কথা বলব। সেই সম্মান রোনাল্ডোর প্রাপ্য। আমাকে নতুন করে শুরু করতে হবে। হাতে দশ মাস সময়। সামনেই রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। তার জন্য প্রস্তুতি সারতে হবে। প্রতিটি ম্যাচে সেরা দল নামাতে হবে।”

দেশীয় ফুটবলে দ্রোণাচার্য বদল হয়েছে। আর স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠছে। তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন পর্তুগাল থেকে অনেক দূরে। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ ‘সিআর সেভেন’। লিও মেসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই সৌদি আরবে অভিষেক ঘটছে রোনাল্ডোর।  আগের কোচ স্যান্টোসের সঙ্গে রোনাল্ডোর সম্পর্কটা ভাল ছিল না কাতার বিশ্বকাপের সময়ে। পর্তুগিজ তারকাকে প্রথম একাদশে রাখেননি। পরিবর্ত হিসেবে নামাতেন। শেষমেশ মরক্কোর কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

[আরও পড়ুন: ফ্রান্সের হয়ে আর খেলবেন না লরিস, আক্ষেপ নিয়ে বললেন, ‘এটাই অবসর নেওয়ার সেরা সময়’]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement