Advertisement
Advertisement
India Football Team

সুনীল পরবর্তী যুগ শুরু ভারতীয় ফুটবলে, কার হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড?

১১ জুন বিশ্বকাপ যোগ্যতা অর্জনে কাতারের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে ব্লু টাইগার্সরা।

Gurpreet Singh Sandhu named India Football Team Captain ahead of Qatar match

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:June 9, 2024 8:56 pm
  • Updated:June 9, 2024 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুনীল ছেত্রী (Sunil Chhetri) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বেশ কয়েকদিন হল। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে। ১১ জুন কাতারের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ব্লু টাইগার্সদের। তার আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ।

গত ৬ জুন যুবভারতীতে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন সুনীল। তাঁর নামের আগে এখন ‘প্রাক্তন’ তকমা। কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচ ড্র করেছে ভারত (India Football Team)। ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য কাতারকে হারাতেই হবে। সেই ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh sandhu)। ৩২ বছর বয়সি ভারতীয় ফুটবলার দেশের হয়ে ৭১টি ম্যাচ খেলেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ভুলত্রুটি-অন্যায় মাফ করবেন’, বিচ্ছেদের পরে হজযাত্রায় ‘আধ্যাত্মিক’ সানিয়া]

তাঁকে অধিনায়ক করা নিয়ে স্টিমাচ জানান, “সুনীল আর সন্দেশ ঝিঙ্ঘান থাকার সময়েও গুরপ্রীত আমাদের অন্যতম অধিনায়ক ছিল। গত পাঁচবছর ধরে সেই নিয়মই চলছে। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গুরপ্রীতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিচ্ছি।” সামনেই কাতার ম্যাচ। সেই ম্যাচে সুনীলকে ছাড়াই নামতে হবে ভারতকে। আগের দিনই ২৩ জনের দল ঘোষণা করেছেন স্টিমাচ। সেখানে জায়গা হয়নি শুভাশিস বোসের।

Advertisement

কুয়েতের বিরুদ্ধে ম্যাচে আশানুরূপ খেলতে পারেননি সুনীলরা। মাঝমাঠের দখল নিতে পারেনি। ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবও চোখে পড়েছে। গোলমুখী আক্রমণও সেভাবে দানা বাঁধেনি। অন্যদিকে আফগানিস্তান আর কাতারের ম্যাচ ড্র হওয়ায় কাজ আরও কঠিন হয়েছে। যদিও সামনের দিকেই তাকাতে চান স্টিমাচ। তিনি বলেন, “আমরা আফগানিস্তান বনাম কাতার ম্যাচটা দেখেছি। ফলে আগামী দুদিন আমাদের আক্রমণভাগ নিয়ে কাজ করতে হবে। আশা করি সুযোগ তৈরি করতে পারব। গোলও পাব।”

[আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীনই প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দিনক্ষণ, পাকিস্তানে যাবেন রোহিতরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ