Advertisement
Advertisement

Breaking News

I league Mohammedan Sporting

হার দিয়ে আই লিগ শুরু মহামেডানের, জুনিয়রের গোলে জিতল গোকুলাম

গোলকিপারের দোষেই গোল খেল মহামেডান স্পোর্টিং।

Gokulam beats Mohammedan Sporting in I league opener | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 12, 2022 7:56 pm
  • Updated:November 12, 2022 9:22 pm  

গোকুলাম-১ মহামেডান স্পোর্টিং-০
(আগুস্তো জুনিয়র)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগ জিতেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আই লিগের (I league) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল মহামেডান স্পোর্টিং। দু’ বারের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলামের (Gokulam) কাছে হেরে গেল সাদা-কালো শিবির। গতবার গোকুলামের কাছে হেরে গিয়েই স্বপ্ন ভেঙেছিল মহামেডানের। চ্যাম্পিয়ন হওয়া আর হয়নি আন্দ্রেই চেরনিশভের দলের। এবার কিন্তু প্রথম ম্যাচেই হার মানতে হল রেড রোডের ধারের ক্লাবটি।

চোটের জন্য যাননি অধিনায়ক মার্কাস জোসেফ। তাঁর অভাব অনুভূত হয়। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল গোলশূন্য। দু’ দলের খেলোয়াড়রা আক্রমণের রাস্তা বেছে নিলেও গোল হয়নি সেই আক্রমণ থেকে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিধ্বংসী আক্রম সেদিন আমাদের শেষ করে দিয়েছিল’, তিরিশ বছর আগের ফাইনাল নিয়ে নস্ট্যালজিক ক্রিস লুইস]

 

 

দ্বিতীয়ার্ধে গোকুলাম গোল করে। খেলার বয়স তখন ৫৮ মিনিট। কেরলের ক্লাবটির হয়ে গোল করেন আগুস্তো জুনিয়র। বক্সের বাইরে শট নিয়েছিলেন আগুস্তো। মহামেডান গোলকিপার মাউইয়ার দোষেই গোল হজম করে মহামেডান স্পোর্টিং।

পরে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে মহামেডান। কিন্তু গোকুলাম ততক্ষণে নিজেদের ডিফেন্স শক্তিশালী করে ফেলেছে। সেই রক্ষণ ভেঙে মহামেডান আর গোল শোধ করতে পারেনি।

 

[আরও পড়ুন: বিশ্বকাপের সেরা ৯ তারকার নাম ঘোষণা আইসিসির, তালিকায় ভারতের দুই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement