ইস্টবেঙ্গল- ০
জর্জ টেলিগ্রাফ- ১ (জাস্টিস মর্গ্যান)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচেই ডুরান্ড কাপে জামশেদপুর এফসিকে আধডজন গোলের মালা পরিয়েছিল ইস্টবেঙ্গল। তাতে আত্মতুষ্টিতে বোধহয় বেশিই ভুগছিলেন কোচ আলেজান্দ্রোর ছেলেরা। শুক্রবার কলকাতা লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে হেরেই গেল লাল-হলুদ শিবির। ঘরের মাঠে পচা শামূকে পা কাটল লাল-হলুদ শিবিরের, এমনটাই বলছে ময়দানের ফুটবল বিশেষজ্ঞদের। জর্জের কাছে ১-০ গোলে হারল ইস্টবেঙ্গল। জর্জের হয়ে ম্যাচের একমাত্র গোল ম্যাচের ইনজুরি টাইমে জাস্টিস মর্গ্যানের।
লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে গিয়ে দল নিয়ে সামান্য হলেও অস্বস্তিতে ছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো। লিগের প্রথম ম্যাচ খেলতে নামার আগে দল গঠন নিয়ে সমস্যায় ছিলেন ইস্টবেঙ্গল কোচ। ঠিক সময়ে রেজিস্ট্রেশন করানো হয়নি বলে দলের তিন নির্ভরযোগ্য বিদেশি ফুটবলার কোলাডো, বোরহা আর কাশেমকে প্রথম ম্যাচে খেলানো যায়নি। আন্তঃরাজ্য ছাড়পত্রর জন্য জর্জের বিরুদ্ধে খেলেন একমাত্র স্টপার মার্টি। সবমিলিয়ে বেশ চাপে ছিলেন আলেজান্দ্রো। ম্যাচেও তার প্রভাব পড়ল। গোটা ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ইনজুরি টাইমে জর্জের মর্গ্যান ইস্টবেঙ্গলের স্টপার মার্টিকে টপকে গোল করে যান।
প্রসঙ্গত, কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে নেমে ঘরের মাঠেই লজ্জার হারের সম্মুখীন হয় মোহনবাগান। পিয়ারলেসের কাছে ৩-০ গোলে হেরে লজ্জায় মুখ পোড়ে মোহনবাগানের। একই ঘটনার পুনরাবৃত্তি হল ইস্টবেঙ্গলের সঙ্গেও। লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে জর্জের কাছে হেরে শতবর্ষের উদযাপন কিছুটা তাল কাটল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.