ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন দুটি দলের মধ্যে আইএসএল ফাইনাল (ISL Final) হবে, তা এখনও স্থির হয়নি। এর মধ্যেই এফএসডিএল মঙ্গলবার জানিয়ে দিল, ফাইনালে যে দুই দল উঠবে, তাদের লিগতালিকায় অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হবে ফাইনালের ভেন্যু।
যে ফাইনালিস্টের অবস্থান লিগ তালিকায় ভাল ছিল, তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। মোহনবাগান ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট সবুজ-মেরুনের। মুম্বই তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দু’নম্বরে থেকে এ বারের লিগ পর্ব শেষ করে। ৪৫ পয়েন্ট নিয়ে এফসি গোয়া তিন নম্বরে শেষ করে।
এফএসডিএলের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে ফাইনাল হওয়ার সম্ভবনা বেশি কলকাতা, মুম্বই অথবা গোয়ায়। তা নিশ্চিত হওয়ার পরেই ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে এফএসডিএলের তরফে।
২৪ ও ২৯ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া। যে দলই ফাইনালে উঠুক, লিগ তালিকায় যাদের অবস্থান ভাল ছিল, তাদের ঘরের মাঠেই যে ফাইনাল হবে, এই নিয়ে আর কোনও সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.