Advertisement
Advertisement
Kylian Mbappe

‘যোগ্য সম্মান পায়নি মেসি’, বিস্ফোরক ফরাসি তারকা এমবাপে

পিএসজিতে এমবাপের পাশে খেলেছেন মেসি।

French star Kylian Mbappe says Lionel Messi didn't receive the respect he deserved at PSG । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 6, 2024 4:03 pm
  • Updated:January 6, 2024 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেও একবার বলেছিলেন। নতুন বছরে ফের সেই পুরনো জিনিসেরই চর্বিতচর্বন করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। এক সাক্ষাৎকারে ফ্রান্সের তারকা ফুটবলার জানিয়ে দিলেন, পিএসজি-তে থাকার সময়ে যে সম্মান পাওয়ার কথা ছিল মেসির (Lionel Messi, তা পাননি। অগ্রজর পাশে এভাবেই দাঁড়ালেন অনুজ।
মেসি ও এমবাপের প্রসঙ্গ উঠলেই ফুটবলপাগলদের স্মৃতিতে ভেসে উঠবে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের কথা। পেনাল্টি শুট আউটের মাধ্যমে মেসির আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ফাইনালে আর্জেন্টিনার কাছে হার ভালো ভাবে নেননি প্যারিস সাঁ জাঁ-র সমর্থকরা। মেসিকে অসম্মানিত হতে হয়। এলএম ১০ প্যারিস ছেড়ে চলে যান ইন্টার মায়ামিতে।

[আরও পড়ুন: কপিলদেব কা জবাব নেহি! ৬৫-তম জন্মদিনে কিংবদন্তিকে শুভেচ্ছা বোর্ড থেকে আরসিবি-র]

মেসিকে কি মিস করেন? এই প্রশ্ন করা হয়েছিল এমবাপেকে। জবাবে ফরাসি তারকা বলেন, ”লিও মেসিকে সবসময়ে মিস করব। আমার মতো ফরোয়ার্ড বল নিয়ে দৌড়তে পছন্দ করে। ফাঁকা জায়গা খুঁজি। মেসি যদি দলে থাকে, তাহলে নিশ্চিত বল আমি পাবই। নিশ্চিত ভাবেই যে আমাকে বল দেওয়া হবে এটা বলে দেওয়াই যায়। মেসির সঙ্গে খেলা সবসময়তেই আনন্দের ব্যাপার। মেসির সব সম্মান প্রাপ্য। ফ্রান্সে যথাযোগ্য সম্মানই পায়নি মেসি।”
শেষের দিকে পিএসজি সমর্থকরা দুয়ো ধ্বনি দিতেন আর্জেন্টাইন মহাতারকাকে। ঠিকানা বদলেছেন মেসি। ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে খেলছেন বিশ্বজয়ী তারকা।  ক্লাব বদলাতে পারেন, ঠিকানা বদলে যেতে পারে, মেসির প্রতি প্রাক্তন সতীর্থের ভালোবাসা, শ্রদ্ধা এখনও আগের মতোই রয়েছে। কিলিয়ান এমবাপের কথাতেই তা পরিষ্কার। 

Advertisement

 

[আরও পড়ুন: ওয়ার্নারের বিদায়ী ম্যাচে আবেগী ছবি, প্রিয় ‘শয়তান’কে জড়িয়ে ধরলেন খোয়াজার মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement