Advertisement
Advertisement
France

আত্মঘাতী গোলে হার বেলজিয়ামের, বিবর্ণ ফুটবলেও ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ উচ্চমানের না হলেও শেষ হাসি হাসেন এমবাপেরা।

France wins against Belgium and through to the quarter final of Euro Cup

গোলের পর ফরাসি তারকারা।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 1, 2024 11:23 pm
  • Updated:July 2, 2024 12:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেলজিয়ামকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছল ফ্রান্স (France)। বিশ্বকাপ, ইউরোর মতো মেগাইভেন্টে  বেলজিয়ামের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের ধারা অব্যাহত রইল। 
সোমবার ফরাসি শিবিরকে গোলের জন্য অপেক্ষা করতে হল ৮৫ মিনিট পর্যন্ত। তাও আবার আত্মঘাতী গোল। কলো মুয়ানির শট বেলজিয়ামের (Belgium) ভারতোঙ্গার শরীরে লেগে গোল হয়। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে গেল ঠিকই তবে ওপেন প্লে থেকে এখনও গোল করতে পারেনি দেশঁর ফ্রান্স! দুটি আত্মঘাতী গোল এবং পেনাল্টি থেকে একটি গোল, এখনও পর্যন্ত এটাই ফ্রান্স। যা ফরাসি শিবিরের সমর্থকদের বিস্মিত করছে। 
এদিনের প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স প্রাধান্য দেখালেও কাঙ্খিত গোলটি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক পাস নিজেদের মধ্যে খেলেছেন বটে এমবাপেরা কিন্তু তাদের আক্রমণে সেই কামড়, ভেদ্যতা ছিল না। বেলজিয়াম নিজেদের পেনাল্টি বক্সের সামনে পায়ের জঙ্গল তুলে দেয়। সেই ব্যূহ ভেঙে গোল করতে পারেনি ফ্রান্স। চুমোনি একাধিকবার বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো বল উড়িয়ে দেন।  

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচের নতুন ঠিকানা বাংলাদেশের নামী ক্লাব! কথা চূড়ান্ত]

সুযোগ যে বেলজিয়াম পায়নি তা নয়। ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে  গোল করার সুযোগ বেশি পাওয়া যায় না। বেলজিয়াম কিন্তু দুবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। লুকাকু ও কেভিন দে ব্রুইন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।  দুর্ভাগ্য বেলজিয়ামের সোনালি প্রজন্মের।  ইউরোয় কিছু করে দেখানোর শেষ সুযোগ ছিল তাদের। ভাগ্যবিড়ম্বিত লুকাকুদের দেশে ফিরতে হচ্ছে খালি হাতেই। দিনান্তে ভারতোঙ্গা অপরাধী। নিজেকে হয়তো ক্ষমা করতে পারবেন না। 

প্রথমার্ধে কোনও দলকে সেভাবে আক্রমণাত্মক হতে দেখা যায়নি। নকআউট ম্যাচ বলেই হয়তো ছক কষে খেলা শুরু করেছিল দুই দল। এর মধ্যেই কিছুটা দাপট দেখাচ্ছিল ফ্রান্স। ম্যাচ জিতলেও কোয়ার্টার ফাইনালে নামার আগে দেশঁকে অনেক হোমওয়ার্ক করতে হবে। রক্তাল্পতার জায়গাগুলো ঠিক করে ফেলতে হবে ফরাসি শিবিরকে। 

[আরও পড়ুন: রোহিতের প্রশংসা করে বাবরের নেতৃত্বের সমালোচনায় প্রাক্তন পাক অধিনায়ক, কী বললেন তিনি?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement