সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পথেই হাঁটার ইঙ্গিত দিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় যেভাবে বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন, সেভাবেই বাইচুংও আগামী দিনে দিনে এআইএফএফের প্রেসিডেন্ট পদে লড়তে চান। শনিবার ফেসবুকে সমর্থকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে একথা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
২০১১ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর বাইচুং ইউনাইটেড সিকিম নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। বাইচুংয়ের সেই ক্লাব আপাতত অনিশ্চিত ভবিষ্যতের মুখে। এই মুহূর্তে ইউনাইটেড সিকিম সেরাজ্যের ঘরোয়া লিগেই খেলছে। ক্লাব চালানোর পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক যোগ দিয়েছিলেন সক্রিয় রাজনীতিতেও। প্রথমে তিনি যোগদান তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে তেমন সাফল্য পাননি বাইচুং। পরে সিকিমে গিয়ে হামরো সিকিম পার্টি নামের একটি দল তৈরি করেন। এবার ফুটবল রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছাপ্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক।
এক সমর্থকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ” ভবিষ্যতে অবশ্যই আমার (এআইএফএফের শীর্ষপদের জন্য লড়াই করার) ইচ্ছে আছে। তবে আপাতত আমি তৃণমূলস্তরে ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই। আমি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাব, বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল, এবং অবশ্যই জেলাস্তরে ফুটবলের সঙ্গে যুক্ত আছি।”
উল্লেখ্য ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার বর্তমান প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ১২ বছর ধরে সংস্থার শীর্ষপদে আছেন। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হওয়ার পর থেকেই ফেডারেশনের সভাপতি প্রফুল। ২০১২ এবং ২০১৬ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে এবছর সম্ভবত তিনি প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। সে ক্ষেত্রে বাইচুংয়ের কাছে সুবর্ণ সুযোগ থাকছে বোর্ড প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.