সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বাংলার কিংবদন্তি ফুটবলার শ্যামল ঘোষ। মঙ্গলবার সন্ধেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া।
ময়দানের তিন প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান- তিন ক্লাবেই দাপিয়ে খেলেছেন তিনি। এনে দিয়েছেন একাধিক ট্রফি। খেলেছিলেন খিদিরপুরের জার্সিতেও। ফুটবলারের পাশাপাশি কোচ হিসেবেও নজর কাড়েন শ্যামল ঘোষ। বাংলার হয়ে জিতেছিলেন সন্তোষ ট্রফিও। ১৯৯৩ সালে ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব নেন।
সেই সময় তাঁর হাতেই কার্যত হাতেখড়ি হয় বাইচুংয়ের। তাঁর তত্ত্বাবধানেই ধীরে ধীরে ডালপালা ছড়িয়েছিলেন পাহাড়ি বিছে। নিজের প্রাক্তন কোচের প্রয়াণে তাই শোকস্তব্ধ বাইচুং। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। তাঁর অনবদ্য সাফল্যের জন্য ইস্টবেঙ্গলের তরফে জীবনকৃতি পুরস্কারেও সম্মানিত করা হয় তাঁকে।
দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি বুকে স্টেন্টও বসেছিল তাঁর। আজ সকালে কসবার সমন্বয় ক্লাবে বসে আড্ডাও দিয়েছিলেন তিনি। কিন্তু বিকেলে হঠাৎই বুকে ব্যথা হয়। তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হন তিনি। স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে রেখে ইহলোকে পাড়ি দিলেন তিনি। তাঁর প্রয়াতে শোকাহত ফুটবল ময়দান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.