Advertisement
Advertisement
Paulami Adhikari

জাতীয় দলে খেলা পৌলমী এখন ফুড ডেলিভারি গার্ল, ভিডিও ভাইরাল হতেই চাকরির আশ্বাস IFA’র

পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও।

Former footballer Paulami Adhikari is now Zomato delivery girl | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 11, 2023 2:09 pm
  • Updated:January 11, 2023 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৬ ও ১৯ খেলেছেন ভারতের জার্সিতে। কিন্তু ভাগ্যের আজব পরিহাসে আজ তিনি ডেলিভারি গার্ল। অন্যের খিদে মেটাতে দিনরাত ছুটে চলেছেন এপ্রান্ত থেকে ওপ্রাপ্ত। কখনও ৪০০ তো কখনও আয় হয় দেড়শো টাকা। তিনি বেহালার পৌলমী অধিকারী। যাঁর জীবনসংগ্রামের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিও দেখে দ্রুত পদক্ষেপ করেছে আইএফএ। আবার লম্বা পোস্টে পাশে দাঁড়ানোর বার্তা দেন অভিনেতা রুদ্রনীল ঘোষও।

পৌলমীর বর্তমান পরিচয় তিনি জোম্যাটোর (Zomato) ডেলিভারি গার্ল। ভারতের হয়ে খেলা পৌলমী অভাবের তাড়নাতেই এই পেশা বেছে নিয়েছেন। ছোটবেলায় হারিয়েছেন মা’কে। এক দিদির বিয়ে হয়ে গিয়েছে। বাবার দেখভালের দায়িত্ব তাঁর কাঁধেই। বাংলার মেয়ে ভারতের হয়ে খেললেও জাতীয় দলের হয়ে খেলা কোনও মহিলা ফুটবলার, কোচ, এমনকী কর্তারাও মনে করতে পারছিলেন না, কোন পৌলমীর কথা বলা হচ্ছে। কারণ, সিনিয়র পর্যায়ে ভারতের হয়ে খেললে পরিচিত মুখ হতেন। পরে জানা যায়, ২০১৩-তে অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের জন্য বাংলা থেকে যে তিন ফুটবলারকে ট্রায়ালে পাঠানো হয়, পৌলমী তাঁদেরই অন্যতম। তবে সিনিয়র পর্যায়ে দেশের হয়ে খেলেননি। ২০১৬-তে ভারতের হয়ে খেলেছেন ‘হোমলেস বিশ্বকাপে’।

Advertisement

[আরও পড়ুন: আইনজীবীকে গণধর্ষণে অভিযুক্ত শীর্ষস্থানীয় আমলা ও প্রাক্তন বিধায়ক, শোরগোল বিহারে]

ভাইরাল ভিডিও দেখে তড়িঘড়ি পদক্ষেপ করে আইএফএ। পৌলমীকে তাঁর খেলার যাবতীয় প্রমাণপত্র-সহ আইএফএ-তে দেখা করতে বলেন সংস্থার সচিব অনির্বাণ দত্ত। জীবনপঞ্জি ঠিকঠাক থাকলে, পৌলমীর জন্য অবশ্যই চাকরির চেষ্টা করা হবে বলে জানান তিনি। একজন ফুটবলারকে দুর্দশার মধ্যে পড়তে দেখে সাহায্যের হাত বাড়িয়েছে আইএফএ।

খবর জানাজানি হতেই নিজের ফেসবুক পোস্টে পৌলমীর পাশে দাঁড়ানোর বার্তা দেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল। সাহায্যের জন্য তাঁর ফোন নম্বরও চান। শুধু তাই নয়, শিরোনামে উঠে আসতেই একাধিক চাকরির প্রস্তাব পৌঁছে গিয়েছে পৌলমীর কাছে। পৌলমীর জন্য তাঁদের কোম্পানির দরজা খোলা, জানান টেকনো ইন্ডিয়ার কর্নধার সত্যম রায় চৌধুরী। তবে পৌলমীর শুধু একটাই দাবি, তাঁর মতো অবস্থা যেন কোনও মহিলা ফুটবলারের না হয়। তাঁরা যেন পাশে পান ফুটবল সংস্থাকে।

[আরও পড়ুন: জন্মদিনেই রোশন পরিবারে সুখবর, সাবা আজাদকেই বিয়ে করতে চলেছেন হৃতিক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement