Advertisement
Advertisement

‘অনেক খেলেছি, নিরাপদ ভবিষ্যতের জন্যই নতুন চাকরি’, ফুটবল ছেড়ে পুলিশে কলকাতায় খেলে যাওয়া তারকা

২০১৪ সালে এদেশে খেলতে এসেছিলেন এই ফুটবলার।

Former footballer Antony Wolfe turned out to be Police | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 14, 2022 5:00 pm
  • Updated:July 14, 2022 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিনিদাদ-টোব্যাগোর তারকা মার্কাস জোসেফ মহামেডান স্পোর্টিংয়ের জার্সিতে খেলবেন নতুন মরশুমে। আগের মরশুমে তিনি বল পায়ে ফুল ফুটিয়েছেন। তাঁর দেশেরই উইলিস প্লাজা খেলবেন ভবানীপুর ক্লাবের হয়ে।

মার্কাস জোসেফ ও প্লাজার দেশের আরেক ফুটবলার পেশা পরিবর্তন করে ফেলেছেন। ছিলেন ফুটবলার। হয়ে গিয়েছেন পুরোদস্তুর পুলিশ। তিনি অ্যান্টনি উলফ (Antony Wolfe)। কলকাতার ফুটবলে যিনি বেশ পরিচিত মুখ। এদেশের ফুটবলেও তাঁকে সবাই চেনেন এক ডাকে।

Advertisement

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষণা, ফের ‘বিশ্রামে’ কোহলি]

পুলিশের পোশাকে অ্যান্টনি উলফ ছবি পোস্ট করেছেন ফেসবুকে। পুলিশের পোশাকে তিনি– সেই ছবি দেখার পরে তাঁর অনুরাগী, বন্ধুরা হতবাক হয়ে গিয়েছেন। বিস্ময়ের ঘোর কাটেনি তাঁদের। কেউ লিখেছেন, ”হে পুলিশ।” কেউ আবার লিখেছেন, ”তোমাকে দেখে খুব ভাল লাগছে। জনগণের সেবা কর। এবার দেশকে কিছু ফিরিয়ে দাও।”

২০১৯ সালে কলকাতা লিগ জিতেছিল পিয়ারলেস (Peerless)। সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তার আগে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবে খেলেছেন। খেলেছেন চার্চিল ব্রাদার্সে। সাংবাদ প্রতিদিন ডিজিটালকে অ্যান্টনি উলফ বললেন, ”অনেক ফুটবল খেলেছি। ফুটবলকে শ্রদ্ধা জানাই। এই খেলাটার জন্যই আজ আমার এত নাম ডাক। ফুটবল আমাকে পরিচিতি দিয়েছে। আমাকে মানুষ সম্মান করে এই খেলাটার জন্যই। কিন্তু এই ৩৮ বছর বয়সে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি হয় আমি খেলেই যাব নাহয় নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করব। আমার পরিবারকে দেখা আমার কর্তব্য। সেই কারণেই আমি পুলিশ সার্ভিসে যোগ দিয়েছি।” গত বছরের মে মাসে তিনি পুলিশের কাজে যোগ দিয়েছেন।

২০১৪ সালে এদেশে এসেছিলেন ত্রিনিদাদ-টোব্যাগোর এই স্টাইকার। সেই সময়ে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় সই করেছিলেন। প্রায় কাছাকাছি সময়েই এদেশে খেলেছিলেন কর্নেল গ্লেন, উইলিস প্লাজারা। গ্লেন মোহনবাগানের হয়ে খেলেছেন। প্লাজা খেলেছেন লাল-হলুদ জার্সি পরে। কিন্তু অ্যান্টনি উলফকে তিন প্রধানের জার্সিতে কখনও দেখা যায়নি। তিনি আই লিগের ক্লাবের হয়ে খেললেও কলকাতা লিগে অন্য ক্লাবের জার্সিতে খেলেন। ইস্ট-মোহন বা মহামেডান স্পোর্টিংয়ের হয়ে তাঁকে কখনও দেখা যায়নি। অ্যান্টনি উলফ বলছেন, ”পুলিশের চাকরি আমার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। ৬৫ বছর পর্যন্ত আমি কাজ করতে পারব। পরবর্তী ২০ বছরের জন্য আমার জীবন, আমার পরিবার সেফ। আমি মারা গেলেও আমার পরিবরাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”

নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই কলকাতার ফুটবলের পরিচিত মুখ বেছে নিলেন পুলিশের চাকরি। প্রাক্তন ফুটবলারের পাশাপাশি অ্যান্টনি উলফের নতুন পরিচয় তিনি এখন পুলিশ।

[আরও পড়ুন: আজ লর্ডসেই সিরিজ চায় ভারত, দ্রাবিড়কে স্বস্তি দিচ্ছে রোহিতদের ফর্ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement