Advertisement
Advertisement
East Bengal

চলে গেলেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানি, ময়দানে শোকের ছায়া

ইস্টবেঙ্গলের প্রবাদপ্রতিম কর্তা জ্যোতিষ গুহর স্নেহধন্য ছিলেন অজয় শ্রীমানি।

Former football secretary of East Bengal Ajay Srimani breathed his last । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 6, 2023 2:34 pm
  • Updated:September 6, 2023 3:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানি। বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। বুধবার তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে কলকাতা ময়দানে। মৃত্যুকালে অজয় শ্রীমানির বয়স হয়েছিল ৯০ বছর। 

ইস্টবেঙ্গলের প্রবাদপ্রতিম কর্তা জ্যোতিষ গুহর স্নেহধন্য ছিলেন ‘শ্রীমানিদা’। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব ছিলেন। সেই সময়ে ইস্টবেঙ্গল দারুণ সাফল্য পায়। সেই সময়কেই বলা হত ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ। লাল-হলুদের স্বর্ণযুগের ফুটবলসচিব ছিলেন অজয় শ্রীমানি। পরবর্তী কালে ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ শিবিরে ধাক্কা, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত, যোগ দিচ্ছেন লিটন দাস]

সুধীর কর্মকার-পিকে ব্যানার্জিকে ইস্টবেঙ্গলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অজয় শ্রীমানি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ”আমরা তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।” 

[আরও পড়ুন: ‘ভারত কি হারের ভয় পাচ্ছে?’, এশিয়ার কাপের ভেন্যু বিতর্কে খোঁচা প্রাক্তন পাক বোর্ড চেয়ারম্যানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement