Advertisement
Advertisement

Breaking News

Carles Cuadrat

‘ভক্তদের আবেগকে সম্মান জানিয়েই দেশ ছাড়ছি’, বিদায়লগ্নে ‘আমাগো ফ্যান’দের বার্তা কুয়াদ্রাতের

ভারতের মাটিতে আইএসএল ও সুপার কাপ জিতেছেন। যাওয়ার আগে মনে করিয়ে দিলেন 'প্রফেসর'।

Former East Bengal Coach Carles Cuadrat shares a heartfelt note to the fans

কার্লেস কুয়াদ্রাত।

Published by: Arpan Das
  • Posted:October 4, 2024 12:54 pm
  • Updated:October 4, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলকে এক যুগ পরে জাতীয় স্তরের ট্রফি এনে দিয়েছিলেন তিনি। কিন্তু এবার প্রত্যাশিত সাফল্য পাননি। বিদায় নিতে হল লাল-হলুদ শিবির থেকেও। যাওয়ার আগে সোশাল মিডিয়ায় আবেগপ্রবণ বার্তা রেখে গেলেন ভক্তদের কাছে ‘প্রফেসর’ তকমা পাওয়া কার্লেস কুয়াদ্রাত(Carles Cuadrat)।

এবার ঢেলে দল সাজিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু ডুরান্ড থেকে আইএসএল, টানা হারে জর্জরিত ক্লেটন সিলভারা। কুয়াদ্রাতের উপর যে আশাভরসা ছিল, তা অনেকটাই ধাক্কা খেয়েছিল। অবশেষে ক্লাবের সঙ্গও ত্যাগ করেছেন তিনি। বিদায় নেওয়ার আগে সোশাল মিডিয়ায় কুয়াদ্রাত লিখলেন, “একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাই। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মান ও গর্বের।”

Advertisement

প্রত্যাশিতভাবে সফরটা শেষ হয়নি। কিন্তু স্মৃতি থেকে যাবে। কুয়াদ্রাত লিখেছেন, “ফুটবল পেশাদাররা একটা ক্লাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সেই অবদানটাই চিরকাল মনে থেকে যায়। প্রথম থেকেই আমি বুঝতে পেরেছিলাম এরকম ঐতিহাসিক ক্লাব ও অসংখ্য ভক্তদের প্রতিনিধিত্ব করার অর্থ কী। আমি প্রার্থনা করব ‘আমাগো ফ্যানস’ ও বিরাট লাল-হলুদ পরিবারের জন্য ভবিষ্যতে যেন অনেক সাফল্য অপেক্ষা করে থাকে।”

তার পর কুয়াদ্রাত ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে। মনে করিয়ে দিয়েছেন ভারতে তিনি বেঙ্গালুরুকে আইএসএল দিয়েছেন। ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিতিয়েছেন। সঙ্গে লিখেছেন, “আমি ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে দেশ ছেড়ে যাচ্ছি। আমার সঙ্গে থাকবে একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের স্মৃতি।” আর ‘জয় ইস্টবেঙ্গল’ ধ্বনি দিয়েই নিজের আবেগপ্রবণ বার্তা শেষ করেছেন ‘প্রফেসর’ কুয়াদ্রাত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement