সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা ময়দানে খেলে গিয়েছেন প্রায় পাঁচ মরশুম। খালি মোহনবাগানেই খেলেছেন চার মরশুমেরও বেশি সময়।মাঝে মাত্র এক মরশুম নেরোকায়। ফের কলকাতায় ফিরছেন কাটসুমি উসা। আবারও তাঁকে দেখা যাবে মোহনবাগানের জার্সি গায়ে। শুক্রবার নিজের সরকারি ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন এককালের বাগানের ‘জাপানি বোমা’।
ভারতীয় ফুটবলে কাটসুমি পা রাখেন ২০১১ সালে ওএনজিসির হয়ে। ২০১৩ সালে মোহনবাগানে আগমন। তাঁর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাগানের ‘জাপানি বোমা’ কে। সবুজ-মেরুন জার্সি গায়েই কাটিয়েছেন কেরিয়ারের সেরা সময়। ২০১৪-১৫ মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ী মরশুমের অন্যতম সদস্য ছিলেন কাটসুমি। এএফসি কাপের শেষ ষোলোয় পৌঁছানোর পিছনেও তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। স্বাভাবিকভাবেই ‘কাট্টু’র প্রতি আলাদা দুর্বলতা রয়েছে সবুজ-মেরুন সমর্থকদের। মোহনবাগানের প্রতি কাটসুমিরও আলাদা আকর্ষণ রয়েছে। জাপানি তারকা যখন মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে সই করেন, তখন ব্যাথিত হয়েছিলেন অনেক বাগান সমর্থক। মোহনবাগান ছাড়ার পর ইস্টবেঙ্গল হয়ে এই মরশুমে তিনি খেলেছেন নেরোকায়।
বেশ কিছুদিন ধরেই জনশ্রুতি চলছিল, আগামী মরশুমের জন্য ফের মোহনবাগানে সই করতে পারেন একসময়ের অধিনায়ক। বাগান কর্তারা তাঁর সঙ্গে কথা বলেছেন বলেও সূত্রের খবর। এরই মধ্যে শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কাটসুমি ঘোষণা করেন তিনি ২০১৯-২০ মরশুমে মোহনবাগানের হয়ে আই লিগ খেলবেন। যদিও, মোহনবাগান আগামী মরশুমে আই লিগে খেলবে না আইএসএলে খেলবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তাছাড়া, আগামী মরশুমে মোহনবাগানের কোচ কে হবেন তাও ঠিক নেই। তবে, শোনা যাচ্ছে যেই কোচ হোন, আগামী মরশুমে কলকাতা লিগের কথা মাথায় রেখে এখন থেকেই দল গোছাতে চাইছেন সবুজ মেরুন কর্তারা। এই মরশুমে যে বিদেশিরা খেলেছেন, তাদের অধিকাংশকেই বিদায় দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.