Advertisement
Advertisement

Breaking News

Tata Steel World 25K Kolkata

সৌদি মডেলের বিপক্ষে সল ক্যাম্পবেল, ভারতকেও পরামর্শ প্রাক্তন ডিফেন্ডারের

কোন পথে উন্নতি হতে পারে ভারতীয় ফুটবলের? পথ দেখালেন আর্সেনালের ‘অপরাজেয়’ দলের সদস্য।

Former Arsenal star Sol Campbell opens up about Indian Football and Saudi Arab at Tata Steel World 25K Kolkata event

সল ক্যাম্পবেল।

Published by: Arpan Das
  • Posted:December 13, 2024 1:57 pm
  • Updated:December 13, 2024 1:57 pm  

স্টাফ রিপোর্টার : একদিন আগেই ফিফা জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপ হবে সৌদি আরবে। আর এই সিদ্ধান্তের পিছনে অনুঘটক হিসাবে কাজ করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ একঝাঁক তারকা ফুটবলারের সৌদি লিগে খেলতে আসা। শেষ কয়েক বছরে রীতিমতো ইউরোপের সেরা লিগগুলির সঙ্গে পাল্লা দিয়ে অর্থ খরচ করছে সৌদি।

তবে ভারতের মতো দেশে ফুটবলের উন্নতির জন্য সেই ‘মডেল’ অনুসরণ না করাই ভালো বলে মনে করছেন প্রাক্তন তারকা ডিফেন্ডার সল ক্যাম্পবেল। আর্সেনালের ‘অপরাজেয়’ দলের এই সদস্যের মতে, ভারতের উচিত তৃণমূলস্তরের উন্নতিতে অর্থ বিনিয়োগ করা। ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ উপলক্ষে শহরে এসেছেন ক্যাম্পবেল। সেখানেই কিছু নির্দিষ্ট সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন ইংরেজ তারকা বলেন, “ক্লাব ফুটবলে এখন অর্থ একটা বড় বিষয়। তবে সেটা নির্দিষ্ট পথে বিনিয়োগ করতে হবে। ইউরোপের অধিকাংশ ক্লাব ফুটবলার তৈরি করার ক্ষেত্রে অর্থ খরচ করে। আবার অন্য দল থেকে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রেও অর্থ ব্যয়ে কার্পণ্য করে না। এটাই বিশ্বের বাকি অংশের সঙ্গে ইউরোপের তফাত গড়ে দিচ্ছে।” এই প্রসঙ্গেই সৌদির উদাহরণ দিয়েছেন তিনি। “সৌদি যেমন এখন ফুটবলে বিনিয়োগ করছে। ওদের লিগে বড় প্লেয়াররা যাচ্ছে, জনপ্রিয়তাও বাড়ছে। তবে ফুটবলের সম্পূর্ণ উন্নতির জন্য এটা সঠিক মডেল নয়। বিশেষত ভারতের মতো দেশে,” মত ক্যাম্পবেলের।

Advertisement

কোন পথে উন্নতি হতে পারে ভারতীয় ফুটবলের? ক্যাম্পবেলের প্রেসক্রিপশন, “ভারতকে মূল বিনিয়োগটা করতে হবে তৃণমূলস্তরে। সেখান থেকে ভালো ফুটবলার তুলে আনার উপর জোর দিতে হবে। একইসঙ্গে পরবর্তীতে প্লেয়াররা যাতে অর্থ পান, সেটাও নিশ্চিত করতে হবে। শুধুমাত্র শীর্ষস্তরকে অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যৎ কী হয়, সেটা আমরা আমেরিকার লিগে দেখেছি। কারণ ওই লিগে একসময় পেলের মতো কিংবদন্তি খেলতেন। তারপর একসময় দেখা গেল, লিগের কোনও ভিত্তিই নেই!” ক্যাম্পবেল পথ দেখালেন বটে। ভারতীয় ফুটবলের কর্তারা দেখলেন কি না, সেটাই প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement