Advertisement
Advertisement

Breaking News

ধনরাজন

খেলার মাঠেই মৃত্যু প্রাক্তন মোহনবাগান ফুটবলার ধনরাজনের, শোকস্তব্ধ ময়দান

ফুটবল মাঠে ফিরল জুনিয়ারের স্মৃতি।

Footballer Radhakrishnan Dhanarajan died while playing
Published by: Sulaya Singha
  • Posted:December 30, 2019 12:51 pm
  • Updated:December 30, 2019 12:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০০৪। ডেম্পোর জার্সি গায়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো জুনিয়ার। আর ওঠেননি। ফুটবলই কেড়ে নিয়েছিল ব্রাজিলীয় স্ট্রাইকারের প্রাণ। সেই স্মৃতি এবার ফিরল কেরলে। খেলার মাঠেই মৃত্যু হল মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রাধাকৃষ্ণন ধনরাজনের। মাত্র ৩৯ বছরেই চলে গেলেন তিনি। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে।

কেরলের পেরিনদেলমান্নায় সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন সাম্প্রতিককালে কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া ফুটবলার ধনরাজন। খেলার মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন ডিফেন্ডার।

Advertisement

[আরও পড়ুন: দানিশ কানেরিয়া ছাড়া পাক দলে খেলা এই সাত অমুসলিম ক্রিকেটারকে চেনেন?]

কেরলের বিখ্যাত কোচ টিকে চাত্তুণ্ণির কাছেই ফুটবলের প্রথম পাঠ পেয়েছিলেন ধনরাজন। অল্প দিনের মধ্যেই তাঁর অন্যতম প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন। তাঁর তত্ত্বাবধানে তিন বছর ভিভা কেরলে খেলেন। তারপর ২০০৮ সালে কলকাতার ইউনাইটেড স্পোর্টসে যোগ দেন। একটা সময় টানা সবুজ-মেরুন জার্সিতে খেলেছেন। তারপর মহামেডান ও ২০১৪-য় ইস্টবেঙ্গলে খেলেন। সাদার্ন সমিতিতেও নিজের জাত চিনিয়েছিলেন এই মালয়ালি লেফ্ট ব্যাক। তাঁর নেতৃত্বে ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ড জিতেছিল মহামেডান।

ধনরাজনের প্রয়াণে শোকস্তব্ধ কেরল থেকে উঠে আসা ফুটবলার ডেনসন দেবদাস। জানান, প্রিয় বন্ধুর সঙ্গে একসাথেই কলকাতায় খেলতে এসেছিলেন। একই ক্লাবে খেলেছেন। কোনওদিন শৃঙ্খলা ভাঙতে দেখেননি ধনরাজনকে। মাঠে কখনও মাথা গরম করতেন না। এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন, স্বপ্নেও ভাবেননি। সম্প্রতি ‘ডি’ লাইসেন্স পূর্ণ করেছিলেন। কিন্তু আচমকাই জীবনের স্রোতে দাঁড়ি টানতে হল।

[আরও পড়ুন: ডিডিসিএ’র সভায় হাতাহাতি, সৌরভের হস্তক্ষেপের আরজি জানালেন ক্ষুব্ধ গম্ভীর]

জুনিয়রের মতোই এর আগে খেলতে খেলতে মৃত্যু হয়েছিল ভারতীয় ফুটবলার সঞ্জীব দত্তর। এবার এই প্রতিভাবান ফুটবলারের আকস্মিক প্রয়াণে শোকাহত কলকাতা ময়দানও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement